Durga Puja 2022|| ২০২২ সালের দুর্গাপুজো-লক্ষ্মী পুজো-কালীপুজো-ভাইফোঁটা কবে? ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিন এখুনি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Durga Puja, Lakshmi Puja, Kali Puja 2022 date calendar: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই।
advertisement
1/9

*অপেক্ষা করতে হবে না ১ বছরও। তার আগেই সন্তান-সন্ততি নিয়ে ফের কৈলাশ থেকে বাপের বাড়ি ফিরবেন উমা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো শুরু। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২ অক্টোবর। একই দিনে গান্ধিজয়ন্তী। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে দুঃখে কাতর হন, তাঁদের ওইদিন ছুটি। তবে একইদিন গান্ধিজয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হবে সরকারী এবং বেসরকারি কর্মীদের। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। সপ্তাহের শুরু হবে পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিনে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*৪ অক্টোবর মহানবমী। নবমী নিশি পোহাতেই বেজে উঠবে বিষাদের সুর। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে। সেদিনই দেশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। কারণ তাঁরাও বাড়িতে পুজোর আয়োজন করতে পারবেন বিনা বাধায়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। স্বাভাবিকভাবেই ভাইফোঁটা ২৬ অক্টোবর, বুধবার। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Durga Puja 2022|| ২০২২ সালের দুর্গাপুজো-লক্ষ্মী পুজো-কালীপুজো-ভাইফোঁটা কবে? ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিন এখুনি...