TRENDING:

এ বছর দেবীর আগমন-গমন দুয়েই অমঙ্গল! জেনে নিন কেন এমন?

Last Updated:
advertisement
1/13
এ বছর দেবীর আগমন-গমন দুয়েই অমঙ্গল! জেনে নিন কেন এমন?
পুজো শুরু হতে আর বাকী মাত্র এক সপ্তাহ ৷ আবহাওয়া দপ্তরের হিসেব বলছে দুর্গাপুজোর আবহাওয়ার পরিবেশ থাকবে প্রতিকূল ৷ আর তাই শুনে মুখ গোমড়া সকলেরই ৷ কিন্তু মা-ঠাকুমারা এ খাবার শুনে বললেন হবেই তো । (Photo Collected)
advertisement
2/13
মজার ব্যপারা হল দেবী দুর্গা সিংহবাহনী ৷ তাহলে ঘোড়ায় আগমন, দোলায় গমন, গজে গমনাগমের মতো প্রশ্নগুলি আসে কী করে ! বিষয়টি বেশ মজার ৷ দেবীদুর্গার যাতায়াতের সঙ্গে প্রকৄতির যোগ প্রবল । (Photo collected)
advertisement
3/13
শাস্ত্র আছে, দেবীর গমনাগমন যদি রবিবার বা সোমবার হয় তাহলে তাঁর যানবাহন হয় গজ ৷ আবার দেবীর গমনাগম শনিবার বা মঙ্গলবার হলে তিনি চড়েন ঘোটকে ৷ (Photo collected)
advertisement
4/13
কিন্তু, বৄহস্পতিবার বা শুক্রবার যদি দেবীর গমনাগমন হয় তাহলে তিনি দোলায় যাতায়াত করেন ৷ আর বুধবার হলে তাঁর যাতায়াতের যানবাহন হয় নৌকা ৷ (Photo collected)
advertisement
5/13
দেবী যদি গজে গমনাগমন করেন তাহলে পৄথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয় ৷ সুখ সমৄদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি ৷ (Photo collected)
advertisement
6/13
হাতি হল অন্নপূর্ণা এবং দেবশিল্পী বিশ্বকর্মার বাহন ৷ অন্নপূর্ণার আশির্বাদে শস্যশ্যামলা হয়ে ওঠে এই বসুন্ধরা। বিশ্বকর্মার বাহন যেমন গজ তাই, তেমনই বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা ৷ তাই গজে গমনাগমনের ফলে পৄথিবীতে কৄষিকাজের পাশাপাশি শিল্পের উন্নতি ও প্রসার হয় ৷ (Photo collected)
advertisement
7/13
দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৄত্যু ৷ এই বহু মৄত্যু হতে পারে প্রাকৄতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে ৷ (Photo collected)
advertisement
8/13
দোলা হল পালকির মতো একটি যান ৷ যার স্থিরতা কম, সদা দলুল্যমান, অল্পে ভঙ্গুর এবং অনেক সময়ই বিপদের কারণ ৷ তাই দুর্গার দোলায় গমনাগমনই মর্ত্যভূমির স্থিরতা ব্যাহত হতেই পারে ৷ (Photo Collected)
advertisement
9/13
দেবী দুর্গার গমনাগমন ঘোটকে হলে চরম বিশৄঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্ত্যভূমিতে ৷ ঘোটক অত্যন্ত ক্ষিপ্রগামী, বুদ্ধিমান এবং প্রভুভক্ত ৷ তবুও কখনও কখনও তার আচরণে উদভ্রান্ত ভাবও লক্ষ্য করা যায় ৷ এমন সময় ঘোড়া ছুটতে থাকে লক্ষ্মীর বিপরীতে ৷ (Photo collected)
advertisement
10/13
ঘোড়ার এমন স্বভাবের প্রভাবই মর্ত্যের উপর পড়ে যখন দুর্গা গমনাগমন করেন ঘোটকে ৷ এ ছাড়া দেখা যাচ্ছে দেবী ঘোটকে গমনাগমন করেন মঙ্গলবার বা শনিবার ৷ মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী ৷ আর শনি হল কূট বুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী ৷ (Photo collected)
advertisement
11/13
দেবী দুর্গা নৌকায় গমনাগমন করলে মর্ত্যভূমিতে শস্য খুব ভালো হয়ে থাকে ৷ কিন্তু, অতি বৄষ্টি বা বন্যার আশঙ্কাও থাকে ৷ এক কথায় - জল বৄদ্ধির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে মর্ত্যভূমিতে ৷ (Photo collected)
advertisement
12/13
দুর্গা বুধবার যাতায়াত করলেই তার যানবাহন হয় নৌকা ৷ বুধবার হল সৌম্যবার ৷ খুব শান্ত সৌম্য, শান্তিপ্রিয় হলেও বালক স্বভাবের ৷ তাই বুধ সরল কিন্তু চঞ্চল মানসিকতা সম্পন্ন ৷ (Photo collected)
advertisement
13/13
পাঁজিতে লেখা আছে এবছর দেবী আসছেন ঘোড়ায়। পঞ্জিকা মতে এর ফল 'ছত্রভঙ্গ'। দশমীর দিন এবার মা দূর্গার গমন হচ্ছে দোলায়। পঞ্জিকা অনুযায়ী এভাবে গমনের ফল 'মড়ক'। (Photo collected)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এ বছর দেবীর আগমন-গমন দুয়েই অমঙ্গল! জেনে নিন কেন এমন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল