স্বপ্নে নিজেকে বা কাছের কোনও মানুষকে কাঁদতে দেখছেন? এ কীসের ইঙ্গিত বলুন তো? জানলে আকাশ থেকে পড়বেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্বপ্ন নিয়ে বিজ্ঞানীরা যেমন গবেষণা করেছেন, তেমনি স্বপ্ন নিয়ে চর্চা করেছেন জ্যোতিষীরাও। স্বপ্ন নানা রকমের হয়। ভাল স্বপ্ন, খারাপ স্বপ্ন। জ্যোতিষমতে, নানা স্বপ্নের নানা অর্থ। স্বপ্নে নিজেকে বা কাছের কোনও মানুষকে কাঁদতে দেখেছেন? এর অর্থ কী জানেন?
advertisement
1/10

স্বপ্ন! এ ছোট্ট কথাটির মধ্যে লুকিয়ে বিশাল এক দিগন্ত! স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহল অন্তহীন। মানুষের মনের গভীরে কী চলছে, তা বুঝতে সাহায্য করে স্বপ্ন। তাই স্বপ্ন নিয়ে মনস্তাত্ত্বিকেরা প্রচুর গবেষণা করেছেন
advertisement
2/10
সিগমন্ড ফ্রয়েডে স্বপ্ন নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। ফ্রয়েডের মতে, স্বপ্ন হল ‘মানসিক ক্রিয়া, প্রতিক্রিয়ার ফসল’। ফ্রয়েডের তত্ত্ব অনুসারে, মানুষ যখন গভীর ঘুমে থাকে, তখন সে স্বপ্ন দেখে না। গভীর ঘুম ও হালকা ঘুমের মাঝের সময়ই মানুষের স্বপ্ন দেখার সময়।
advertisement
3/10
স্বপ্ন নিয়ে বিজ্ঞানীরা যেমন গবেষণা করেছেন, তেমনি স্বপ্ন নিয়ে চর্চা করেছেন জ্যোতিষীরাও। স্বপ্ন নানা রকমের হয়। ভাল স্বপ্ন, খারাপ স্বপ্ন। জ্যোতিষমতে, নানা স্বপ্নের নানা অর্থ। স্বপ্নে নিজেকে বা কাছের কোনও মানুষকে কাঁদতে দেখেছেন? এর অর্থ কী জানেন?
advertisement
4/10
জ্যোতিষমতে, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার অর্থ হল, শীঘ্রই আপনার খারাপ সময় কাটতে চলেছে, জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসছে।
advertisement
5/10
বিজ্ঞানমতে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার অর্থ হল,আপনি মনের চাপা ইমোশন,ফিলিংস ও যন্ত্রণাগুলি কাউকে বলতে চান। সেটারাগ হতে পারে, দুঃখহতে পারে, আনন্দ হতে পারে। আপনার মনে জমা হওয়া ইমোশনগুলো বার হওয়ার রাস্তা পাচ্ছে না, তাই স্বপ্নে আসছে। অনেক ক্ষেত্রে স্বপ্নে কাঁদা ডিপ্রেশনের ইঙ্গিত হতে পারে।
advertisement
6/10
স্বপ্নে কাছের কোনও মৃত মানুষকে কাঁদতে দেখার অর্থ হল, আপনি সেই মানুষটাকে মনে মনে হারাচ্ছেন। জ্যোতিষমতে মানা হয়, স্বপ্নে কাছের কোনও মৃত মানুষকে কাঁদতে দেখার অর্থ হল, আপনি জীবনে ভুল পথে চলছেন,আপনাকে জীবনের রাস্তা বদলাতে হবে।
advertisement
7/10
স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা-আলাদা ব্যখ্যা আছে। কিছু স্বপ্ন শুভ, কিছু স্বপ্ন অশুভ। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন কিছু স্বপ্ন আছে, যা খুব কম মানুষ দেখেন, যে সমস্ত স্বপ্ন খুব-ই শুভ। লাখের মধ্যে একজন সে-সব স্বপ্ন দেখে। বলা হয়, যদি স্বপ্নে কখনও রাজা অথবা রাজপ্রাসাদ দেখেন, তাহলে বুঝবেন আপনি রাজার সুখ পেতে চলেছেন।
advertisement
8/10
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে রাজা বা রাজপ্রাসাদ দেখার অর্থ আপনার অর্থলাভ হবে, কাটতে চলেছে আর্থিক সংকট। যদি স্বপ্নে কোনও রাজাকে দেখেন, তাহলে বুঝবেন সমাজে আপনার মান-সম্মান বৃ্দ্ধি পেতে চলেছে। স্বপ্নে রাজপ্রাসাদ দেখার অর্থ খুব তাড়তাড়ি-ই আপনি প্রচুর টাকা-পয়সা পেতে চলেছেন।
advertisement
9/10
আরেকটি স্বপ্ন দেখা খুব শুভ মানা হয়। সেটি হল ঝর্ণার স্বপ্ন। কোনও স্বপ্নে নিজেকে কোনও নদী থেকে জল পান করতে দেখাও খুব শুভ। বলা হয়, আপনার ভাল সময় শুরু হতে চলেছে। সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে জীবনে।
advertisement
10/10
স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখা-ও খুব শুভ। এর অর্থ, আপনার জীবনের দুঃখ-দুর্দশার ইতি হতে চলেছে। কিছুদিনের মধ্যেই শুভ কিছু ঘটবে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
স্বপ্নে নিজেকে বা কাছের কোনও মানুষকে কাঁদতে দেখছেন? এ কীসের ইঙ্গিত বলুন তো? জানলে আকাশ থেকে পড়বেন