Dream Analysis:এই স্বপ্ন দেখা মানেই ভাগ্য খুলে গেল, বিশেষজ্ঞরা বলেন, এই স্বপ্ন দেখলে নাকি রাজার সুখ মেলে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা-আলাদা ব্যখ্যা আছে। কিছু স্বপ্ন শুভ, কিছু স্বপ্ন অশুভ। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন কিছু স্বপ্ন আছে, যা খুব কম মানুষ দেখেন, যে সমস্ত স্বপ্ন খুব-ই শুভ
advertisement
1/5

স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা-আলাদা ব্যখ্যা আছে। কিছু স্বপ্ন শুভ, কিছু স্বপ্ন অশুভ। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন কিছু স্বপ্ন আছে, যা খুব কম মানুষ দেখেন, যে সমস্ত স্বপ্ন খুব-ই শুভ। লাখের মধ্যে একজন সে-সব স্বপ্ন দেখে। বলা হয়, যদি স্বপ্নে কখনও রাজা অথবা রাজপ্রাসাদ দেখেন, তাহলে বুঝবেন আপনি রাজার সুখ পেতে চলেছেন।
advertisement
2/5
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন কিছু স্বপ্ন আছে, যা খুব কম মানুষ দেখেন, যে সমস্ত স্বপ্ন খুব-ই শুভ। লাখের মধ্যে একজন সে-সব স্বপ্ন দেখে। বলা হয়, যদি স্বপ্নে কখনও রাজা অথবা রাজপ্রাসাদ দেখেন, তাহলে বুঝবেন আপনি রাজার সুখ পেতে চলেছেন।
advertisement
3/5
স্বপ্নশাস্ত্র অনুযায়ী, স্বপ্নে রাজা বা রাজপ্রাসাদ দেখার অর্থ আপনার অর্থলাভ হবে, কাটতে চলেছে আর্থিক সংকট। যদি স্বপ্নে কোনও রাজাকে দেখেন, তাহলে বুঝবেন সমাজে আপনার মান-সম্মান বৃ্দ্ধি পেতে চলেছে। স্বপ্নে রাজপ্রাসাদ দেখার অর্থ খুব তাড়তাড়ি-ই আপনি প্রচুর টাকা-পয়সা পেতে চলেছেন।
advertisement
4/5
আরেকটি স্বপ্ন দেখা খুব শুভ মানা হয়। সেটি হল ঝর্ণার স্বপ্ন। কোনও স্বপ্নে নিজেকে কোনও নদী থেকে জল পান করতে দেখাও খুব শুভ। বলা হয়, আপনার ভাল সময় শুরু হতে চলেছে। সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে জীবনে।
advertisement
5/5
স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখা-ও খুব শুভ। এর অর্থ, আপনার জীবনের দুঃখ-দুর্দশার ইতি হতে চলেছে। কিছুদিনের মধ্যেই শুভ কিছু ঘটবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dream Analysis:এই স্বপ্ন দেখা মানেই ভাগ্য খুলে গেল, বিশেষজ্ঞরা বলেন, এই স্বপ্ন দেখলে নাকি রাজার সুখ মেলে