TRENDING:

ঠাকুরঘরে এই ভুলগুলি করছেন না তো, তাহলে কিন্তু ঘোর বিপদ

Last Updated:
advertisement
1/10
ঠাকুরঘরে এই ভুলগুলি করছেন না তো, তাহলে কিন্তু ঘোর বিপদ
প্রত্যেক বাড়িতেই আরাধনা হয় ৷ গৃহদেবতা থেকে বিভিন্ন ঠাকুরের মূর্তি সবই থাকে আরাধনা গৃহে ৷ আপনিও নিজের ইচ্ছামতো সাজান ঠাকুরকে ৷ কিন্তু জানেন কি ঠাকুরকে যেরকম খুশি সাজালেই চলে না ৷ এরও একটা নিয়ম আছে ৷ সেই নিয়মগুলি না মেনে চললে বিপদ ৷ আর রীতি ঠাকুরকে পুজো করলে সুখ আর সমৃদ্ধি উপচে পড়বে ৷ File Photo
advertisement
2/10
মা লক্ষ্মী ধনের দেবী ৷ লক্ষ্মীর মূর্তি বা ছবি যাই থাকুক সেটিই একটি লাল আসনের ওপর রাখুন ৷ Photo- Representive
advertisement
3/10
গণেশের মূর্তির ক্ষেত্রে আসনের রঙ সাদা হলে ভালো হয় ৷ Photo- Representive
advertisement
4/10
লক্ষ্মী ও গনেশ বসানোর ক্ষেত্রেও নিয়ম রয়েছে ৷ আপনি যখন পুজো করতে বসবেন তখন লক্ষ্মীর মূপ্তি যেন আপনার বাঁ দিকে থাকে আর গণেশের মূর্তি ডান দিকে থাকে ৷ এর উল্টো যেন না হয় ৷ Photo- Representive
advertisement
5/10
এই ছবিতে যেমন দেখানো আছে সেরকমভাবে কখনই লক্ষ্মী ও গনেশের মূর্তি পাশাপাশি রাখবেন না ৷ মানে গণেশের শুঁড় যেন কখনই লক্ষ্মী মূর্তির দিকে না থাকে ৷ গণেশের শুঁড় যেন বাইরের দিকে থাকে ৷ Photo- Representive
advertisement
6/10
ঠাকুরঘরে কখনও প্রদীপ মাটিতে রাখবেন না ৷ সবসময়েই সেটা যেন কোনও স্ট্যান্ডের ওপর রাখা থাকে ৷ Photo- Representive
advertisement
7/10
তেমনিই শালগ্রাম শিলা, শিবলিঙ্গ, কর্পূর, শঙ্খের ক্ষেত্রেও একই নিয়ম ৷ এগুলি কখনও মাটিতে রাখতে নেই ৷ তাহলে বিশাল দুর্যোগ আপনার পরিবারের মাথায় এসে পড়বে ৷ Photo- Representive
advertisement
8/10
একই ঠাকুঘরে কখনও দুটি শিবলিঙ্র রাখবেন না ৷ এতে আপনার ও আপনার পরিবারের ওপর দীর্ঘ সময়র হতাশা ও খারাপ সময় নেমে আসবে ৷ Photo- Representive
advertisement
9/10
সকালবেলা পুজো করার সময় পূপ্ব দিকে মুখ করে পুজো করতে বসুন , আর সন্ধ্যেবেলায় উত্তর মুখ করে পুজো করতে বসুন ৷ এতে সমৃদ্ধি আসে ৷ Photo- Representive
advertisement
10/10
কোনও ঠাকুরের মূর্তি কোনও কারণে ভেঙে গেলে সেটা পুজোর ঘরে রেখে দেবেন না ৷ যেরকম ভাবে পুজো হয়ে গেলে প্রতিমার ভাসান হয়, ঠিক তেমনিই ভাঙা মূর্তি গঙ্গায় বা কোনও জলাশয়ে বিসর্জন দিয়ে দিলেই সংসারের মঙ্গল ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ঠাকুরঘরে এই ভুলগুলি করছেন না তো, তাহলে কিন্তু ঘোর বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল