Dolphins in Ganga: ডলফিনের সংখ্যা হু হু করে কমছে গঙ্গায়, বাঁচাতেই হবে ওদের না হলে ভয়ানক বিপদ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Dolphins in Ganga: হুগলি নদীতে কমছে গঙ্গার ডলফিন, শুশুক বাঁচাতে মাঝি আর মৎস্যজীবীদের সচেতনতা কর্মসূচি
advertisement
1/6

বজবজ, দক্ষিণ ২৪ পরগনার, নবাব মল্লিক: হুগলি নদীতে কমছে গঙ্গার ডলফিন। শুধু হুগলি নদী নয় সমগ্র গঙ্গাতেই ক্রমশ কমছে শুশুক। আর সেজন্য গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ করতে নেওয়া হয়েছে সচেতনতা কর্মসূচি।
advertisement
2/6
নোদাখালির রায়পুরের গদাখালি ঘাটে মৎস্যজীবীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর অন্যান্য জায়গায় এই কর্মসূচি চলবে। রাজ্যের বন ও পরিবহণ দফতর, ডব্লুডব্লুএফ এবং কেন্দ্রীয় সরকারের আইসিএআর- সিআইএফআরআই এই কর্মসূচি করছে।
advertisement
3/6
৩০ বছর আগেও ভাগীরথী, হুগলি নদীতে গাঙ্গেয় ডলফিন(শুশুক) যে সংখ্যায় দেখা যেত তা এখন দেখা যায় না। এখন আগের তুলনায় মাত্র ২৫ শতাংশ কম নজরে পড়ে সকলের।
advertisement
4/6
এরজন্য প্রধান কারণ হল নদীর জল দূষণ। এছাড়াও গাঙ্গেয় ডলফিন যে মাছ খেতে ভালবাসে সেই মাছের সংখ্যা কমে যাওয়া। সবমিলিয়ে এই নিরীহ প্রাণীটির উপর প্রভাব পড়ছে।
advertisement
5/6
লাগাতার প্রচারের ফলে বর্তমানে গাঙ্গেয় ডলফিন শিকার বন্ধ হয়েছে। বন্যপ্রাণী আইনে শুশুক ধরা, বিক্রি এবং বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে সকলকে আরও সচেতন হতে হবে ফলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
6/6
এই প্রাণী জালে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত। বেশি সময় ধরে আটকে থাকলে প্রাণীগুলি শ্বাস নিতে না পেরে মারা যায়। ফলে এই বিষয়টি নিয়েও মৎস্যজীবীদের সচেতন থাকতে হবে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dolphins in Ganga: ডলফিনের সংখ্যা হু হু করে কমছে গঙ্গায়, বাঁচাতেই হবে ওদের না হলে ভয়ানক বিপদ