TRENDING:

Dog Facts: হঠাৎ রাস্তার কুকুর তাড়া করেছে? কী করবেন জানেন? বিশেষজ্ঞেরা জানালেন 'সঠিক' নিয়ম! একটু ভুল করলেই...!

Last Updated:
Dog Facts: আচমকা কুকুর তাড়া করলে বেশিরভাগ ক্ষেত্রেই দিশেহারা হয়ে পড়েন মানুষ। আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
advertisement
1/8
হঠাৎ রাস্তার কুকুর তাড়া করেছে? কী করবেন জানেন? বিশেষজ্ঞেরা জানালেন 'সঠিক' নিয়ম!
পথচলতি যাতায়াতে কুকুরের মুখোমুখি হতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর। কুকুর অনেকে ভালবাসেন। এমনকি আদরও করেন অনেকে রাস্তার কুকুরদের। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
advertisement
2/8
আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
advertisement
3/8
১. ভয় পাবেন নাপ্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে। যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা।
advertisement
4/8
ভয় পাওয়া দেখানো চলবে না একেবারেই। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
advertisement
5/8
২. থেমে যান, ধীরে হাঁটুনহাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
advertisement
6/8
৩. সরাসরি তাকাবেন নাকুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
advertisement
7/8
৪. মনোযোগ ঘুরিয়ে দিনকুকুরকে অন্য কোনও জিনিস দিয়ে ভুলিয়ে দিন। যাতে আপনার দিকে আর সে না তাকায়। আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে।
advertisement
8/8
কুকুরটি সেটিতে সে তখন মন দেবে। আর মনোসংযোগে বাধা পড়লে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে কুকুরটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dog Facts: হঠাৎ রাস্তার কুকুর তাড়া করেছে? কী করবেন জানেন? বিশেষজ্ঞেরা জানালেন 'সঠিক' নিয়ম! একটু ভুল করলেই...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল