The meaning of momo: সুযোগ পেলেই পাতে তুলে নেন! কিন্তু 'মোমো' শব্দটির অর্থ জানেন? ৯৯ শতাংশই ডাহা ফেল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
The meaning of momo: ফুটপাত হোক বা বিলাসবহুল রেস্তরাঁ, এই খাবারের প্রতি টান যেন কমে না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, এই 'মোমো' শব্দটির উৎপত্তি কোথা থেকে?
advertisement
1/5

মোমো খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া দায়। ফুটপাত হোক বা বিলাসবহুল রেস্তরাঁ, এই খাবারের প্রতি টান যেন কমে না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, এই 'মোমো' শব্দটির উৎপত্তি কোথা থেকে?
advertisement
2/5
উইকিপিডিয়া বলে, তিব্বতি শব্দ 'মোগ মোগ' (mog mog) শব্দটি থেকে 'মোমো'র উৎপত্তি। চিনা শব্দ 'মোমো' থেকে নাকি এই 'মোগ মোগ' শব্দটি ধার করা। উত্তর-পশ্চিম চিনের স্থানীয় ভাষায় 'মোমো' শব্দের অর্থ হল রুটি। 'মো' শব্দের অর্থ ময়দা থেকে তৈরি কোনও বস্তু।
advertisement
3/5
আবার বলা হয়, নেপালি শব্দ 'মম' (mome) থেকে 'মোমো'র উৎপত্তি। নেপালি ভাষায় এই 'মম' শব্দের অর্থ হল স্টিমের সাহায্যে রান্না করা।
advertisement
4/5
উইকিপিডিয়া অনুযায়ী, মোমোকে নেপালের 'জাতীয় পদ'। নেপালের পাশাপাশি তিব্বতেও এই খাবার খুবই জনপ্রিয়।
advertisement
5/5
ভারতের পার্বত্য অঞ্চলগুলিতে মোমোর জনপ্রিয়তা দেখার মতো। তবে এখন আর শুধু পাহাড়েই না শহরের অলিগলিতেও এখন মোমোপ্রেমীদের সংখ্যা দেখার মতো।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
The meaning of momo: সুযোগ পেলেই পাতে তুলে নেন! কিন্তু 'মোমো' শব্দটির অর্থ জানেন? ৯৯ শতাংশই ডাহা ফেল