TRENDING:

হাজারকে ‘k’ দিয়ে কেন বোঝানো হয় জানেন তো?

Last Updated:
advertisement
1/7
হাজারকে ‘k’ দিয়ে কেন বোঝানো হয় জানেন তো?
আপনার মাইনে কত? ‘30k’ নাকি ‘20k’? ছবি: নিউজ এইটিন ৷
advertisement
2/7
মাইনে যাই হোক না কেন, নিশ্চই লক্ষ্য করেছেন আপনার টাকার অঙ্কটার পিছনে ‘k’ ইংরেজি বর্ণটি লেখা থাকে ৷ ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
3/7
কিন্তু কেন? কোথা থেকে এল এই ‘k’? ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
4/7
গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
5/7
ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
6/7
ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
7/7
এই শব্দগুলি অনেকটাই বড়। সময় বাঁচাতে তাই ‘কে’ লেখা শুরু হয়। এতে ১০,০০০ হয়ে যায় ‘১০কে’, ২০,০০০ হয়ে যায় ‘২০কে’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘কে’-এর প্রচলন শুরু হয়। ছবি: পিক্সঅ্যাবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হাজারকে ‘k’ দিয়ে কেন বোঝানো হয় জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল