TRENDING:

Why Emojis Are Yellow: চ্যাট তো করছেন দিনরাতই, জানেন কেন ইমোজির রঙ সবসময়ই হলুদ?

Last Updated:
Emoticons: ইমোজি টেক্সট মেসেজ এবং চ্যাটকে জীবন্ত করে তোলে এক লহমায়। নিজস্ব অনুভূতি প্রকাশ করতে প্রতিদিন অসংখ্যবার আমরা ইমোজির শরণাপন্ন হই।
advertisement
1/6
চ্যাট তো করছেন দিনরাতই, জানেন কেন ইমোজির রঙ সবসময়ই হলুদ?
ইমোজি রয়েছে বলে কত কত অভিব্যাক্তি সহজেই বুঝিয়ে দেওয়া যায় অপর প্রান্তের মানুষকে। সহজেই কঠিন কথা সহজ করে বলে দেয় ইমোজি। ইমোজি টেক্সট মেসেজ এবং চ্যাটকে জীবন্ত করে তোলে এক লহমায়। নিজস্ব অনুভূতি প্রকাশ করতে প্রতিদিন অসংখ্যবার আমরা ইমোজির শরণাপন্ন হই। ভালোবাসা প্রকাশ হোক, বা মনখারাপ, দিলখোলা হাসি হোক বা চাপা কান্না- ইমোজি দিয়ে সবটাই প্রকাশ করা সম্ভব। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ইমোজি হলুদ রঙেরই হয়?
advertisement
2/6
বিশেষজ্ঞরা ইমোটিকনের হলুদ রঙের পিছনে কোনও নির্দিষ্ট কারণ না জানালেও, সোশ্যাল মিডিয়া সাইট কোরাতে অনেকেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কেন হলুদ রঙের ইমোজিই এত প্রচলিত এই বিষয়ে সেরা কিছু উত্তর রইল এখানে।
advertisement
3/6
হলুদ ইমোজিগুলি আমাদের পরিচয় বোঝাতে পারে কারণ এটি ত্বকের রঙের সঙ্গে কিছুটা মেলে। আমাদের একটা বড় অংশের মানুষের ত্বকের রং হলুদ হওয়া এর প্রধান কারণ বলে মনে করছেন অনেকে। যদিও অন্য বর্ণের মানুষদের সম্পর্কে কোনও বিশেষ উত্তর নেই এখানে।
advertisement
4/6
কেউ কেউ আবার লিখেছেন, যখন কেউ হাসেন তখন তার মুখ হলুদ দেখাতে শুরু করে এবং এর কারণেই ইমোজি আর স্মাইলি হলুদ হয়।
advertisement
5/6
অনেকে বলছেন হলুদ রঙ সুখের প্রতিনিধিত্ব করে।
advertisement
6/6
মুখের বিশদ বিবরণ হলুদ রঙে স্পষ্টভাবে দৃশ্যমান। তাই ইমোজি এবং স্মাইলিগুলি খুব স্পষ্ট আবেগকে ফুটিয়ে তুলতে সক্ষম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Why Emojis Are Yellow: চ্যাট তো করছেন দিনরাতই, জানেন কেন ইমোজির রঙ সবসময়ই হলুদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল