TRENDING:

টোটো আবিষ্কার করেছিল কে? কবে থেকে রাস্তায় চলে টোটো? ৯৯% মানুষ জানেন না

Last Updated:
Toto- এই অনিল রাজবংশীর হাত ধরেই এদেশে টোটো নামে রাস্তায়। অনিল কুমার রাজবংশীর ব্যাটারি চালিত রিক্সা আবিষ্কারের পথ সহজ ছিল না। বহু যন্ত্রাংশ তাঁকে আনাতে হয় বিদেশ থেকে।
advertisement
1/8
টোটো আবিষ্কার করেছিল কে? কবে থেকে রাস্তায় চলে টোটো? ৯৯% মানুষ জানেন না
হু মানুষের অভিযোগ, টোটোর জন্য আজকাল রাস্তায় চলাফেরা করা মুশকিল। টোটোর লাগামছাড়া উপদ্রবে অতিষ্ঠ বহু মানুষ। তবে এটাও ঠিক, টোটো চালিয়ে এখন বহু মানুষের সংসার চলে।
advertisement
2/8
ব্যাটারিচালিত যান এই টোটো। কোনও দূষণ হয় না। তবে বর্তমানে বাংলাজুড়ে টোটোর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে পরিস্থিতি বেশ জটিল হচ্ছে।
advertisement
3/8
বাংলার বহু জেলায় এখন টোটোর দাপাদাপি চলছে। গলি থেকে রাজপথ, যে কোনও জায়গায় টোটোর অবাধ বিচরণ। তবে অনেকেই আবার বলেন, টোটো আছে বলে গন্তব্যে পৌঁছনো আগের থেকে অনেক সহজ হয়েছে।
advertisement
4/8
অনেকেই জানেন না, এই টোটো যানটির অবিষ্কারক কে! টোটো ঠিক কবে থেকে ভারতের রাস্তায় দৌড়নো শুরু করেছিল! এই ভদ্রলোকের জন্যই কিন্তু এত মানুষ টোটো চালিয়ে জীবিকা উপার্জন করছেন।
advertisement
5/8
ভারতে টোটো বা ব্যাটারাচালিত যানের আবিষ্কারক বলা যায় অনিল কুমার রাজবংশীকে। তিনি ছিলেন লখনউয়ের বাসিন্দা। পড়াশোনা করতেন আইআইটি কানপুরে। তাঁকেই এদেশের টোটোর জনক বলা চলে।
advertisement
6/8
জানা যায়, অনিল কুমার রাজংবশী আমেরিকা ছেড়ে ভারতে চলে এসেছিলেন। গ্রামীণ এলাকায় মানুষের চলাচলের জন্য সস্তা অথচ টেকসই যান আবিষ্কার করতে চেয়েছিলেন তিনি।
advertisement
7/8
১৯৯৫ সালে অনিল কুমার রাজবংশী ব্যাটারিচালিত রিক্সা আবিষ্কারের কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি একটি ব্যাাটারিচালিত রিক্সা আবিষ্কার করেন। নাম দেন- এলেক্সা।
advertisement
8/8
এই অনিল রাজবংশীর হাত ধরেই এদেশে টোটো নামে রাস্তায়। অনিল কুমার রাজবংশীর ব্যাটারি চালিত রিক্সা আবিষ্কারের পথ সহজ ছিল না। বহু যন্ত্রাংশ তাঁকে আনাতে হয় বিদেশ থেকে। আমেরিকায় তাঁর বন্ধু ডেভিড উইলসন এই ব্যাপারে তাঁকে খুবই সাহায্য করেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
টোটো আবিষ্কার করেছিল কে? কবে থেকে রাস্তায় চলে টোটো? ৯৯% মানুষ জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল