TRENDING:

Knowledge Story: ডিম পাড়ে না...বরং মানুষের মতো জন্ম দেয় বাচ্চার! ভারতেই আছে এমন ভয়ঙ্কর বিষাক্ত সাপ, জানেন নাম?

Last Updated:
আমরা সকলেই কম বেশি জানি যে, সাপ ডিম পাড়ে৷ কিন্তু, জানেন কি এমন কিছু সাপও রয়েছে, যারা ডিম পাড়ে না৷ বরং, সরাসরি জন্ম দেয় বাচ্চার। তার মধ্যে একটি অত্যন্ত বিষধর সাপ তো রয়েছে এই ভারতেই৷ জানেন তার নাম?
advertisement
1/9
ডিম পাড়ে না, মানুষের মতো জন্ম দেয় বাচ্চার! ভারতেই আছে এমন বিষাক্ত সাপ, জানেন?
আমরা সকলেই কম বেশি জানি যে, সাপ ডিম পাড়ে৷ কিন্তু, জানেন কি এমন কিছু সাপও রয়েছে, যারা ডিম পাড়ে না৷ বরং, সরাসরি জন্ম দেয় বাচ্চার। তার মধ্যে একটি অত্যন্ত বিষধর সাপ তো রয়েছে এই ভারতেই৷ জানেন তার নাম?
advertisement
2/9
ডেথ অ্যাডার (Death Adder)৷ নামেই বোঝা যায় এগুলি অত্যন্ত বিষাক্ত৷ কিন্তু, আক্রমণাত্মক নয়। পাওয়া যায় অস্ট্রেলিয়ায়৷ এদের লম্বা দাঁত আছে। এরা একবারে ৩০টি বাচ্চা সাপের জন্ম দিতে পারে।
advertisement
3/9
ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক র‍্যাটলস্নেক (Western Diamondback Rattlesnake) বিশ্বের বৃহত্তম র‍্যাটলস্নেকগুলির মধ্যে অন্যতম। এগুলি আমেরিকা ও মেক্সিকোর মরুভূমিতে পাওয়া যায়। এরা সাধারণত একবারে ১০-২০টি সাপের জন্ম দেয়। নিজের শরীরে ৬ মাস তাদের লালনপালন করে।
advertisement
4/9
গ্রিন অ্যানাকোন্ডা (Green Anaconda Snake) বিশ্বের বৃহত্তম সাপ। এরা প্রায় ২০ ফুট লম্বা এবং ১৫০ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে। তবে তারা বিষাক্ত নয়। দক্ষিণ আমেরিকায় পাওয়া এই সাপ৷ এরাও ডিম পাড়ে না, বরং জীবিত বাচ্চার জন্ম দেয়।
advertisement
5/9
ইস্টার্ন গার্টার সাপ (Eastern Garter Snake) উত্তর আমেরিকায় পাওয়া যায়। এগুলিও তেমন বিষাক্ত নয়। গার্টার সাপও তাদের বাচ্চাদের জন্মের পরপরই শরীর থেকে বের করে দেয়। বাচ্চা সাপেরা সাধারণত ছয় ইঞ্চি লম্বা হয়। পরে এরা ২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
advertisement
6/9
আইল্যাশ ভাইপার স্নেক (Eyelash Viper Snake) সবচেয়ে সুন্দর প্রজাতির একটি। এগুলি দক্ষিণ এবং মধ্য আমেরিকায় পাওয়া যায়৷ তবে বেশ বিষাক্ত। হলুদ, বাদামি, লাল, সবুজ রঙের এই সাপের বাচ্চারা জন্মের সময় ৭-৮ ইঞ্চি লম্বা হয়।
advertisement
7/9
হলুদ পেটের সামুদ্রিক সাপ (Yellow-bellied Sea Snake) তার জীবনের বেশিরভাগ সময় জলে কাটায়। সমস্ত সামুদ্রিক সাপের মতো এরাও বাচ্চার জন্ম দেয়। মহিলা সাপেরা সন্তান জন্ম দিতে অগভীর জোয়ারের জলাশয়ে যায়। ৬ মাস বাচ্চাদের নিজের শরীরে রাখে।
advertisement
8/9
Russell's viper , অর্থাৎ, বাংলায় চন্দ্রবোড়া৷ ভারতে যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়৷ এই সাপও ওভোভিভিপেরাস৷ অর্থাৎ, এই সাপও ডিম পাড়ে না৷ এদের শরীরের ভিতরেই ডিম পরিণত হয় এবং এরা বাচ্চা প্রসব করে৷
advertisement
9/9
Russell's viper বছরের প্রথম দিকে সঙ্গম করে৷ ছ’মাস গর্ভকালের পরে মে থেকে নভেম্বর মাসের মধ্যে এরা বাচ্চা প্রসব করে৷ একবারে ২০-৪০টি বাচ্চা হয় এদের। ১০টা বাচ্চা প্রসব করতে এদের ২-৩ ঘণ্টা সময় লাগে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ডিম পাড়ে না...বরং মানুষের মতো জন্ম দেয় বাচ্চার! ভারতেই আছে এমন ভয়ঙ্কর বিষাক্ত সাপ, জানেন নাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল