Currency news: ১০ টাকার কয়েন RBI কী দিয়ে বানায় জানেন? চাইলেই কেউ নকল করতে পারবেন না ভারতের মুদ্রা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Currency News: ভারতের নোট জাল হলেও কয়েন জাল হওয়ার ঘটনা তুলনায় কম। তার অন্যতম কারণ মুদ্রা তৈরির খরচ। ১০ টাকার কয়েন কী দিয়ে তৈরি হয় জানেন?
advertisement
1/5

ভারতের নোট জাল হলেও কয়েন জাল হওয়ার ঘটনা তুলনায় কম। তার অন্যতম কারণ মুদ্রা তৈরির খরচ।
advertisement
2/5
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভারতের মুদ্রাগুলি তৈরির জন্য বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করে। তাই কেউ চাইলেই ভারতের মুদ্রা সহজে নকল করতে পারবেন না।
advertisement
3/5
ভারতের বিভিন্ন অঙ্কের মুদ্রায় বিভিন্ন ধরনের ধাতু থাকে। এবার ১০ টাকার কয়েনে থাকে ৭৫ শতাংশ তামা এবং ২৫ শতাংশ নিকেল।
advertisement
4/5
মাপে ১০ টাকার কয়েনের ব্যাস ২৭ মিলিমিটার। তবে প্রতিটি মুদ্রা কোন টাঁকশালে ছাপা হচ্ছে তা কয়েনের নীচের চিহ্ন দেখে বোঝা যায়।
advertisement
5/5
তবে বিভিন্ন সময়ে ডিজাইনের বদল ঘটতে পারে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন অনুযায়ী। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোনও বিশেষ অঙ্কের কয়েনের ধাতুর অনুপাত একই রাখা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Currency news: ১০ টাকার কয়েন RBI কী দিয়ে বানায় জানেন? চাইলেই কেউ নকল করতে পারবেন না ভারতের মুদ্রা