Strongest Currency in the World: বিশ্বে সবচেয়ে শক্তিশালী ১০ কারেন্সি কোনগুলি জানেন কি? চমকে যাবেন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Strongest Currency in the World: ভারতে যে লাখপতি, আমেরিকায় সে গরিব। আবার ইন্দোনেশিয়া বা মালদ্বীপের মতো দেশে সে কোটিপতি। এ সবই মূল্যের খেলা। তাহলে কোন দেশের কারেন্সি সর্বশক্তিমান?
advertisement
1/11

দুনিয়া কীসের জোরে ঘুরছে? উত্তর হল, টাকা। মজা নয়। এটাই বাস্তব। টাকার পিছনেই তো সবাই ছুটছে। সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলছে দুটো টাকার জন্যেই। কিন্তু মজার বিষয় হল, টাকার মূল্য সর্বত্র সমান নয়। ভারতে যে লাখপতি, আমেরিকায় সে গরিব। আবার ইন্দোনেশিয়া বা মালদ্বীপের মতো দেশে সে কোটিপতি। এ সবই মূল্যের খেলা। তাহলে কোন দেশের কারেন্সি সর্বশক্তিমান?
advertisement
2/11
ইউনাইটেড স্টেটস ডলার: ইউনাইটেড স্টেটস ডলার বা ইউএসডি হল মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা। প্রাথমিকভাবে এটা রিজার্ভ কারেন্সি। তবুও বিশ্বের শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে এটি দশম স্থানে রয়েছে।
advertisement
3/11
ইউরো: ১৯টি ইইউ সদস্য দেশের কারেন্সি হল ইউরো। এটি বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ এবং ট্রেড কারেন্সি। শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে নবম স্থানে রয়েছে।
advertisement
4/11
সুইস ফ্রাঙ্ক: সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইনের কারেন্সি হল সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি এবং ধনী দেশ। শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে সুইস ফ্রাঙ্কের স্থান অষ্টম।
advertisement
5/11
কেম্যান আইল্যান্ড ডলার: কেম্যান দ্বীপপুঞ্জের অফিসিয়াল কারেন্সি হল কেম্যান আইল্যান্ড ডলার। বিশ্বের সপ্তম শক্তিশালী কারেন্সি এটাই। বৈশ্বিক মূল্যের দিক থেকে এর স্থান পঞ্চম। উল্লেখ্য, এখানে আগে জামাইকান ডলার চলত।
advertisement
6/11
জিব্রাল্টার পাউন্ড: জিব্রাল্টার পাউন্ড জিব্রাল্ট্রের কারেন্সি। ব্রিটিশ পাউন্ডের সঙ্গে পেগ করা হয়। আসলে এখানে এখনও ব্রিটিশ উপনিবেশ রয়েছে। পর্যটন এবং ই-গেমিং আয়ের একমাত্র অবলম্বন। শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে এটি ষষ্ঠ স্থানে রয়েছে।
advertisement
7/11
ব্রিটিশ পাউন্ড: ব্রিটিশ পাউন্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বের শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। লন্ডনের ফিনান্সিয়াল হাব এবং ইংল্যান্ডের শক্তিশালী বাণিজ্যের পিছনে পাউন্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
advertisement
8/11
দিনার: দিনার জর্ডনের কারেন্সি। ১৯৫০ সালে প্যালেস্তাইন পাউন্ডের বদলে এই মুদ্রা চালু হয়। শক্তিশালী কারেন্সিগুলির মধ্যে দিনার চতুর্থ স্থানে রয়েছে।
advertisement
9/11
রিয়াল: ওমানের কারেন্সি হল রিয়াল। তেল নির্ভর অর্থনীতি এবং আমেরিকান ডলারের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্যেই রিয়াল বিশ্বের তৃতীয় শক্তিশালী কারেন্সি হয়ে উঠেছে।
advertisement
10/11
বাহরাইন দিনার: বাহরাইন দিনার বাহরাইনের মুদ্রা। এরও মার্কিন ডলারের সঙ্গে গাঁটছড়া বাঁধা রয়েছে। এটাই বিশ্বব্যাপী দ্বিতীয় শক্তিশালী কারেন্সি।
advertisement
11/11
কুয়েতি দিনার: কুয়েতি দিনার হল বিশ্বের সবচেয়ে মূল্যবান কারেন্সি। ১৯৬০ সালে এই মুদ্রা চালু হয়। কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা, তেলের মজুত এবং কর-মুক্ত ব্যবস্থার কারণেই কুয়েতি দিনারের রমরমা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Strongest Currency in the World: বিশ্বে সবচেয়ে শক্তিশালী ১০ কারেন্সি কোনগুলি জানেন কি? চমকে যাবেন