TRENDING:

ভারতের আসল সংবিধান কোথায় রাখা আছে জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন

Last Updated:
Constitution of India- প্রথমদিকে এই সংবিধান ফ্ল্যানেল (এক ধরণের নরম বোনা ফ্যাব্রিক)-দিয়ে মোড়া ছিল। তবে তাতে সংবিধান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
1/6
ভারতের আসল সংবিধান কোথায় রাখা আছে জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন
১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতে কার্যকর হয় সংবিধান। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নীতি নির্দেশ, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে ভারতের রাজনৈতিক আদর্শের রূপরেখা নির্দিষ্ট করা হয়েছে।
advertisement
2/6
বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এটি। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় তিন বছর। এই সংবিধানের ক্যালিগ্রাফ করেছিলেন সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার প্রেম বিহারী নারাইন রাইজাদা। প্রচ্ছদ ও অলঙ্করণ তৈরি করেন শিল্পী নন্দলাল বসু।
advertisement
3/6
মূল সংবিধান কাগজের উপর কালি দিয়ে লেখা। ফলে সময়ের নিয়মে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। গোটা সংবিধানে রয়েছে নিখুঁত কারুকাজ। আর তাই এই সংবিধান সংরক্ষণের প্রয়োজন ছিল।
advertisement
4/6
প্রথমদিকে এই সংবিধান ফ্ল্যানেল (এক ধরণের নরম বোনা ফ্যাব্রিক)-দিয়ে মোড়া ছিল। তবে তাতে সংবিধান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
5/6
১৯৫০ সালে হিলিয়াম ভরা একটি চেম্বারে এটি সংরক্ষণ করা হয়। বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। এটি হাইড্রোজেনের থেকেও হালকা, অ-প্রতিক্রিয়াশীল, অদাহ্য, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাই এই গ্যাস চেম্বারে থাকলে সুরক্ষিত থাকতে পারে সংবিধান, এমনই ভাবনা ছিল।
advertisement
6/6
ওই চেম্বারে থাকার ফলে জৈব এবং অজৈব ক্রিয়া ঘটার সম্ভাবনা কম। তাই কাগজ ও কালি সংরক্ষিত থাকতে পারে। ফলে সংবিধানের আসল কপি সংরক্ষিত থাকে। এই গ্যাস চেম্বার ও সংবিধান সংসদের লাইব্রেরিতে রাখা রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের আসল সংবিধান কোথায় রাখা আছে জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল