জিলিপি আর অমৃতির তফাত কী? জানেন কি? দুটোই তো দেখতে প্রায় একরকম!
- Published by:Suman Majumder
Last Updated:
Difference between Jalebi and Imarti: কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির মধ্যে পার্থক্য কী? দুটোই তো দেখতে প্রায় একইরকম। কিন্তু কিছু পার্থক্য রয়েছে, যা অনেকেই কিন্তু জানেন না।
advertisement
1/6

কখনও ভেবে দেখেছেন জিলিপি আর অমৃতির পার্থক্য কী? দুটোই তো দেখতে প্রায় একইরকম।
advertisement
2/6
জিলিপি তৈরি হয় ময়দা দিয়ে। আর অমৃতি তৈরি করা হয় বিউলির ডাল থেকে।
advertisement
3/6
অনেকেরই সকাল বাব বিকেল যে কোনও সময় জিলিপি খাওয়ার ইচ্ছে জাগে। তবে অমৃতি কিন্তু জিলিপির থেকে আকারে বড়।
advertisement
4/6
অমৃতির গড়ন হয় মোটা। জিলিপির গড়ন হয় সরু। এছাড়া রঙেও কিছুটা তফাত হয়।
advertisement
5/6
অমৃতি তৈরিতে কিছুটা ঘি লাগে। তবে জিলিপি তৈরিতে তা লাগে না একেবারেই।
advertisement
6/6
মনে করা হয় জিলিপির জন্ম ভারতে নয়। এই মিষ্টি এসেছে মধ্যপ্রাচ্য থেকে।