Knowledge Story: প্রাচীন কালেও খেলা হত লুডো! কী কী নামে পরিচিত ছিল এই খেলা, জানলে চমকে যাবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
লুডোর ইতিহাস জানলে চোখ কপালে উঠবে!
advertisement
1/6

লুডো খেলতে জানেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবে এই খেলার ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। এই খেলাটি বাইরের খেলা নয়। বরং ভারতেই এই খেলার প্রথম সৃষ্টি হয়।
advertisement
2/6
পুরাণ ও ধর্মীয় গ্রন্থেও উল্লেখ রয়েছে এই খেলার। যদিওবা পশ্চিমের দেশগুলো একে নিজের খেলা বলেই দাবি করে। কিন্তু আসল লুডো সবসময় বিভিন্ন নামে ভারতেই প্রথম খেলা হয়।
advertisement
3/6
মহাভারতের যুগে চৌপদ খেলার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, যে খেলায় হেরে পাণ্ডবরা দাস হয়েছিলেন। এই খেলাটিও ছিল এক প্রকার লুডো, যেটি পাশার সাহায্যে খেলা হত। তখন একে বলা হত পচিসি বা চৌপদ।
advertisement
4/6
লুডো প্রাচীনকালে পচিসি, চৌপদ, চৌসার, পাগদে, দয়াকতাম, সোক্তম এবং ভার্জেস নামে পরিচিত ছিল। যদিও মূলত ৪ জন খেলোয়াড় এই খেলা খেললেও ১৯ শতকে মহীশূরের রাজা কৃষ্ণরাজা ওদিয়ারের আমলে এই খেলা ৬ জনে খেলতেন।
advertisement
5/6
ষোড়শ শতাব্দীতে বাদশাহ আকবরের দরবারেও এর উল্লেখ পাওয়া যায়। যেখানে পাশার বদলে মানুষের ব্যবহার করে পচিসি খেলা হত।
advertisement
6/6
আধুনিক লুডোর কাঠামোটি ১৮৯৬ সালে আলফ্রেড কলিয়ার নামে একজন ব্রিটিশ ব্যক্তি সৃষ্টি করেছিলেন। ভারতের সমস্ত প্রাচীন বোর্ড গেমগুলি বোঝার পরে এই নকশাটি তৈরি করেছিলেন তিনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: প্রাচীন কালেও খেলা হত লুডো! কী কী নামে পরিচিত ছিল এই খেলা, জানলে চমকে যাবেন