মানুষের শরীরের এমন একটা অংশ, কংক্রিটের থেকেও শক্ত! বলুন তো, নামটা কী!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Human Body- মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় এটি। আমরা সবাই জানি, পূর্ণবয়স্ক মানবদেহে ২০৬টি হাড় থাকে। তবে এই হাড় সব থেকে শক্ত।
advertisement
1/6

আত্মরক্ষার জন্য মানুষের ধারালো নখ, দাঁত নেই। তবে বুদ্ধি দিয়ে সারা পৃথিবীতে মানুষ নিজের অবস্থান শক্ত করেছে। তবুও বলতে হয়, মানুষের শরীর আঘাত পেলে কখনও রক্তাক্ত হয়, কখনও চোট পায়। কখনও বড় আঘাতে আমাদের হাড় ভেঙে ।যায়।
advertisement
2/6
তবে জানেন কি, মানুষের শরীরের এমন একটি অংশ রয়েছে যা কংক্রিটের থেকেও শক্ত। ভেবে আপনি অবাক হতে পারেন। তবে অনেকেই শরীরের এই অংশের নাম জানেন না।
advertisement
3/6
মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় এটি। আমরা সবাই জানি, পূর্ণবয়স্ক মানবদেহে ২০৬টি হাড় থাকে। তবে এই হাড় সব থেকে শক্ত।
advertisement
4/6
মানবদেহের সেই হাড়ের নাম ফিমার। এটি থাকে মানুষের পায়ে। এই হাড় কংক্রিটের থেকেও শক্ত।
advertisement
5/6
উরুর এই ফিমার হাড়টি কংক্রিটের ওপর ৪ গুণ চাপের চেয়েও বেশি চাপ সহ্য করতে পারে। এত বেশি চাপ সহ্য করলেও এই হাড়ের ক্ষতি হয়না।
advertisement
6/6
উরুর এই ফিমার হাড় কারও ভেঙেছে, এমনটা কিন্তু চট করে শোনা যায় না। এই হাড়ের জোর অন্য হাড়গুলির থেকে অনেকটাই বেশি।