TRENDING:

ভারতের এক টাকা পাকিস্তানে কত? শুনে অবাক হয়ে যাবেন, একদম বিশ্বাস হবে না!

Last Updated:
Indian rupees vs Pakistani rupee- অর্থনৈতিক সংকটে পাকিস্তানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে।
advertisement
1/6
ভারতের এক টাকা পাকিস্তানে কত? শুনে অবাক হয়ে যাবেন, একদম বিশ্বাস হবে না!
কোনও দেশের মুদ্রার মূল্য অর্থনীতির প্রতিফলন। সাধারণত বিশ্বজুড়ে লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য US ডলার (USD) এর নিরিখে পরিমাপ করা হয়। কিন্তু আজ আমরা আপনাদের বলব, প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য কতটা বেশি!
advertisement
2/6
আজ আমরা আপনাদের বলব, কেউ যদি এক লাখ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান, তা হলে সেই টাকার মূল্য সেখানে কত হবে! বুধবার ভারতীয় টাকা এক পয়সা কমে ডলার প্রতি ৮৪.৬৭ টাকায় পৌঁছেছে।
advertisement
3/6
ডলারের নিরিখে মূল্য বিচার করলে পাকিস্তানি টাকার অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৭৮.৩৬ পাকিস্তানি টাকা। গত কয়েক বছরে ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত পতন হয়েছে।
advertisement
4/6
আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৩ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা ৩.২৮ টাকা হবে।
advertisement
5/6
যদি কেউ ১ লাখ ভারতীয় টাকা (₹) নিয়ে পাকিস্তানে যায়, তা হলে তার মূল্য হবে ৩৩৩০৬৪.৬২ পাকিস্তানি টাকা। যদি একজন পাকিস্তানি তাঁর দেশ থেকে ১ লাখ টাকা নিয়ে ভারতে আসেন, তা হলে ভারতে সেই টাকার মূল্য হবে মাত্র ৩০ হাজার টাকার আশেপাশে (₹)।
advertisement
6/6
অর্থনৈতিক সংকটে পাকিস্তানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। পাকিস্তান কিছুতেই আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারছে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের এক টাকা পাকিস্তানে কত? শুনে অবাক হয়ে যাবেন, একদম বিশ্বাস হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল