TRENDING:

১ টাকার কয়েন তৈরি করতে সরকারের কত খরচ হয় জানেন? জানলে চমকে যাবেন

Last Updated:
One rupees coin- ১ টাকার কয়েন তৈরি হয় স্টেইনলেস স্টিল দিয়ে। ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম। এই কয়েন তৈরি করতে সরকারের খরচ হয় এক টাকা ১১ পয়সা।
advertisement
1/5
১ টাকার কয়েন তৈরি করতে সরকারের কত খরচ হয় জানেন? জানলে চমকে যাবেন
টাকায় চলছে দুনিয়া! এমন কথা তো অনেকেই বলে থাকেন। সে কথা যথার্থ নাকি ভুল, তা নিয়ে বিচার আমরা করব না। তবে আজ আমরা টাকার আরেকটি দিক নিয়ে আলোচনা করব।
advertisement
2/5
আজ আমরা বলব, যে এক টাকার কয়েন আমরা খরচ করি তা তৈরি করতে সরকারের কত টাকা খরচ হয়! জানলে আপনি কিন্তু চমকে যাবেন।
advertisement
3/5
১৯৯২ সাল থেকে ভারতে এক টাকার কয়েন ব্যবহার হচ্ছে। বারবার বদলেছে কয়েনের আকার। সাম্প্রতিক এক রিপোর্ট জানাচ্ছে, এক টাকার কয়েন তৈরিতে কত খরচ হয় সরকারের!
advertisement
4/5
১ টাকার কয়েন তৈরি হয় স্টেইনলেস স্টিল দিয়ে। ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম। এই কয়েন তৈরি করতে সরকারের খরচ হয় এক টাকা ১১ পয়সা।
advertisement
5/5
দু' টাকার কয়েনের জন্য খরচ হয় ১.২৮ টাকা। পাঁচ টাকার কয়েন তৈরি করার জন্য ৩.৬৯ টাকা, এবং ১০ টাকার কয়েন তৈরি করার জন্য ৫.৫৪ টাকা খরচ হয় সরকারের। অর্থাৎ বুঝতেই পারছেন, এক টাকার কয়েন তৈরিতে সরকারের খরচ বেশি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
১ টাকার কয়েন তৈরি করতে সরকারের কত খরচ হয় জানেন? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল