TRENDING:

মদের ক'টা বোতল বাড়িতে রাখা যায় জানেন? সরকারি নিয়ম কী? বেশি রাখলে জেল!

Last Updated:
Alcohol- সরকারি নিয়ম বলছে, এ রাজ্যের একজন ব্যক্তি বাড়িতে ৭৫০ মিলি বোতল সর্বাধিক ৬টি রাখতে পারেন।
advertisement
1/7
মদের ক'টা বোতল বাড়িতে রাখা যায় জানেন? সরকারি নিয়ম কী? বেশি রাখলে জেল!
সুরাপ্রেমীদের অনেকেই বাড়িতে মদ মজুত করে রাখেন। বিশেষ করে যাঁরা নিয়মিত মদ্যপান করেন। তবে বাড়িতে মদ মজুত রাখার একটা নিয়ম আছে। তার থেকে বেশি মদ বাড়িতে রাখলে কিন্তু আবগারী দফতর হানা দিতে পারে!
advertisement
2/7
মদ্যপান মোটেও ভাল অভ্যেস নয়। এতে স্বাস্থ্য ও অর্থহানি হয়। ফলে মদ্যপানের স্বভাব থেকে দূরে থাকাই ভাল। তবে অনেকেই মাঝেমধ্যে মদ্যপান করে থাকেন।
advertisement
3/7
সুরাপ্রেমীরা অনেক সময়ই বাড়িতে মদ মজুত করে রাখেন। বিশেষ করে যাঁরা নিয়মিত মদ্যপান করেন। তবে তাঁদের মধ্যে অনেকেই জানেন না, বাড়িতে ঠিক কতটা মদ রাখা যায়!
advertisement
4/7
রোজ মদ্যপানের অভ্যেস থাকলে আজই সাবধান হোন। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন। ফলে এই অভ্যেস থেকে থাকলে তা আজই বদলে ফেলুন।
advertisement
5/7
আপনি কি জানেন, পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা কতটা মদ বাড়িতে মজুদ করে রাখতে পারেন!
advertisement
6/7
সরকারি নিয়ম বলছে, এ রাজ্যের একজন ব্যক্তি বাড়িতে ৭৫০ মিলি বোতল সর্বাধিক ৬টি রাখতে পারেন।
advertisement
7/7
এছাড়া ১৮টি বিয়ারের বোতল রাখা যেতে পারে বাড়িতে। তার থেকে বেশি মদ মজুত করলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মদের ক'টা বোতল বাড়িতে রাখা যায় জানেন? সরকারি নিয়ম কী? বেশি রাখলে জেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল