TRENDING:

বিশ্বকর্মা পুজোর এই সহজ মন্ত্রটি জানেন তো ? আজ অবশ্যই উচ্চারণ করুন

Last Updated:
advertisement
1/5
বিশ্বকর্মা পুজোর এই সহজ মন্ত্রটি জানেন তো ? আজ অবশ্যই উচ্চারণ করুন
• আজ বিশ্বকর্মা পুজো ৷ প্রতি বছর এই দিনেই কারিগরীর দেবতা বিশ্বকর্মার পুজো হয়ে তাকে ৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামে পরিচিত।
advertisement
2/5
• বিশ্বকর্মা বৈদিক দেবতা, ঋগবেদের ১০ম মণ্ডলে ৮১ এবং ৮২ সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগবেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তাঁর চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সবদিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি।
advertisement
3/5
• এবার জেনে নেওয়া যাক, বিশ্বকর্মা পুজোর সহজ মন্ত্র -- দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।
advertisement
4/5
• ভাদ্র মাসের সংক্রান্তির দিন হয় বিশ্বকর্মা পুজো ৷ ধ্যান ও প্রনাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায়- তাতে তিনি একাধারে মহাবীর ও দয়াদি অষ্টগুন যুক্ত । তিনি সৃষ্টির নির্মাতা ও ধাতা । তিনি মান দণ্ড ধারী মহাশিল্পী। আবার তিনি মহাযোদ্ধা।
advertisement
5/5
• তিনি "দেবানাং কার্য্যসাধকঃ" অর্থাৎ দেবতাদের শিল্পের কার্য্য সাধক। বিশ্বকর্মার জন্ম বিষয়ে পুরানে নানা আখ্যানের অবতারনা করা হয়। কোনো পুরান মতে তাঁর জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঔরসে দেবগুরু বৃহস্পতির ভগিনী বরবর্ণিনীর গর্ভে। ব্রহ্মবৈবর্ত পুরান মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলে লেখা আছে। বেদে এই বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিশ্বকর্মা পুজোর এই সহজ মন্ত্রটি জানেন তো ? আজ অবশ্যই উচ্চারণ করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল