TRENDING:

Snake Facts: সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর ছবি... 'নাগ'কে মারলে 'নাগিন' কি প্রতিশোধ নেয়? নাকি পুরোটা মিথ? অবশেষে উঠে এল এক ভয়াবহ সত্যি!

Last Updated:
প্রচলিত মিথ অনুযায়ী, যদি কোনও সাপকে হত্যা করা হয়, তবে অন্য সাপ অবশ্যই তার প্রতিশোধ নেয়। কিন্তু সত্যি হল সাপের কোনও সামাজিক বন্ধন নেই, তারা আক্রমণকারীকে চিনতেও পারে না এবং তাদের বুদ্ধি বা স্মৃতিশক্তিও তেমন প্রখর নয়। এই বিভ্রম ছড়াতে বলিউডের চলচ্চিত্রের অনেক অবদান রয়েছে।
advertisement
1/7
সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর ছবি... 'নাগ'কে মারলে 'নাগিন' কি প্রতিশোধ নেয়? নাকি পুরোটা মিথ?
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
2/7
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
3/7
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
4/7
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
5/7
মনে করা হয়, কোনও সাপকে যদি কেউ হত্যা করে, তবে অন্য সাপ নিশ্চই তার প্রতিশোধ নেয়৷ এমনটা কি সত্যিই ঘটে?
advertisement
6/7
অস্ট্রেলিয়ার বিখ্যাত ভিক্টোরিয়া মিউজিয়ামে সবচেয়ে বেশি প্রজাতির সাপের নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। এই গবেষণাস্থলের একটি অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে, আমরা আপনাকে সাপ সম্পর্কিত পৌরাণিক কাহিনি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা সত্য-মিথ্যার কথা বলছি।
advertisement
7/7
প্রচলিত মিথ অনুযায়ী, যদি কোনও সাপকে হত্যা করা হয়, তবে অন্য সাপ অবশ্যই তার প্রতিশোধ নেয়। কিন্তু সত্যি হল সাপের কোনও সামাজিক বন্ধন নেই, তারা আক্রমণকারীকে চিনতেও পারে না এবং তাদের বুদ্ধি বা স্মৃতিশক্তিও তেমন প্রখর নয়। এই বিভ্রম ছড়াতে বলিউডের চলচ্চিত্রের অনেক অবদান রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর ছবি... 'নাগ'কে মারলে 'নাগিন' কি প্রতিশোধ নেয়? নাকি পুরোটা মিথ? অবশেষে উঠে এল এক ভয়াবহ সত্যি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল