TRENDING:

ভুল করে লক্ষ্মী পুজোর সময় বাড়িতে এই কাজ করলে ডুবে যাবে সংসার

Last Updated:
মা লক্ষ্মীর কৃপায় সংসারের সমস্ত সমস্যা দূর হবে, এই ধরণা যুগযুগ ধরে চলে আসছে৷
advertisement
1/9
ভুল করে লক্ষ্মী পুজোর সময় বাড়িতে এই কাজ করলে ডুবে যাবে সংসার
•আর্থিক অবস্থার উন্নতি ও পরিবারের কল্যাণের জন্য বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করা হয়। মা লক্ষ্মী ধনরাসির দেবী৷ তাই এই পুজো প্রায় প্রতিটি ঘরেই ধুমধাম করে হয়৷ এই পুজো নিষ্ঠা মেনে করলে ধনলাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারের সমস্ত সমস্যা দূর, এই ধরণা যুগযুগ ধরে চলে আসছে৷ তবে এই পুজোয়ে শুধু আড়ম্বর করলে নয়, মনের ভক্তিযোগ পুজো করতে হবে, না হলে ফল মিলবে না৷
advertisement
2/9
•ফলে যে কোন উপায়ে লক্ষ্মীর পুজো করলেই লক্ষ্মী খুশি হয়ে যাবেন এবং সংসারে সমৃদ্ধি আসবে, এটা সব সময় বলা যায় না। শুধু ধুমধাম করে পুজো করলেই হবে না, মনে থাকতে হবে ভক্তি, না হলে লক্ষ্মী প্রসন্ন না হয়ে উল্টে তাদের প্রতি বিরুপ হয়ে যাবেন এবং কখনওই তাদের জীবনে সমৃদ্ধি আসবে না৷ পাঁচালীতেও এই কথা উল্লেখ করা হয়েছে৷
advertisement
3/9
•সাধারণ মানুষ একে লক্ষ্মীর কোপ বলে থাকেন। কিন্তু বেশীর ভাগ মানুষই জানেন না যে লক্ষ্মীর কোপ কীভাবে পড়ে। তার ফলে তাঁরা সেই কোপ থেকে বাঁচার জন্য বিভিন্ন হোম যজ্ঞ করেন। কিন্তু এভাবে তারা বাঁচতে পারেন না কোন মতেই।
advertisement
4/9
•তাই তাদের পুরোপুরি জানতে হবে কী কী কাজ একেবারেই না করা উচিত লক্ষ্মী পুজোর সময়।
advertisement
5/9
•লক্ষ্মী পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করবেন না। কারণ তুলসী বিষ্ণুর খুব প্রিয় এবং শিলায় আটকে থাকার সময় বিষ্ণুর সঙ্গে বিয়ে হয়৷ ফলে তুলসী সতীন হয় লক্ষ্মীর।
advertisement
6/9
•লক্ষ্মী পুজোর সময় যে বাতিই জ্বালান না কেন তা যেন লাল রঙের হয়। অন্যান্য রঙের বাতি জ্বালানো কখনই উচিত্‍ নয়। বদলে আপনি প্রদীপ জ্বালাতে পারেন।
advertisement
7/9
•মা লক্ষ্মীকে কখনওই সাদা রঙের ফুল অর্পণ করবেন না। মা লক্ষ্মী বিবাহিত, তাই সবসময় লাল বা গোলাপী রঙের ফুল দিয়ে তার পুজো করতে হবে।
advertisement
8/9
•প্রসাদ রাখার দিক - মা লক্ষীর উপাসনা করার সময় সবসময় দক্ষিণ দিকে প্রসাদ রাখবেন এবং কোনওভাবে যেন লক্ষ্মীর প্রসাদ নষ্ট করা বা ফেলা না হয়।
advertisement
9/9
•এইভাবে মা লক্ষ্মীর পুজা করুন। আপনার সংসারের সব অশান্তি দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার ধনলাভ হবে অবশ্যই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভুল করে লক্ষ্মী পুজোর সময় বাড়িতে এই কাজ করলে ডুবে যাবে সংসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল