Knowledge Facts: পিঁপড়েরা ঘুমোয় না? সত্যি, এমনটাও হয় নাকি... পুরো ঘটনা জানলে চূড়ান্ত চমকে যাবেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পিঁপড়েরা ভূকম্পন অনুভব করতে পারে। এর মাধ্যমে তারা বিপদ বুঝতে পারে৷ এছাড়াও, পিঁপড়েদের শরীরে একটি নির্দিষ্ট ধরনের রাসায়নিক পদার্থ থাকে। একে বলে ফেরোমোন৷ সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এই ‘ফেরোমনের’ সাহায্য নেয় পিঁপড়েরা৷ এর সাহায্যেই কথা বলে৷
advertisement
1/8

এখনও পর্যন্ত পৃথিবীতে প্রায় ১৩ হাজার ৩৭৯ প্রজাতি আবিষ্কার হয়েছে। আমরা আমাদের চারপাশের বহু জায়গায় পিঁপড়ের সারি দেখতে পাই৷ কোনওটা বাড়িতে, কোনওটা বা মাঠেঘাটে৷ মৌমাছিদের মতো পিঁপড়েরাও সমাজবদ্ধ জীব৷ পিঁপড়ের সমাজেও রয়েছে শ্রেণিবিভাগ৷ রয়েছে রানি পিঁপড়ে, কর্মী পিঁপড়া এবং সৈনিক পিঁপড়ে৷ মেক্সিকোয় ৩৭০০ মাইল ভূগর্ভে পিঁপড়ের কলোনি আবিষ্কৃত হয়েছে।
advertisement
2/8
পিঁপড়েরা ঠান্ডা জায়গা পছন্দ করে না। তাই শীতকালে কিন্তু আপনি খুব একটা পিঁপড়ে দেখতে পাবেন না৷ মাটির নীচে বা পাথরের খাঁজে কোনও না কোনও গরম, বা অপেক্ষাকৃত উষ্ণ জায়গা খুঁজে আস্তানা গড়ে ফেলে তারা। গবেষণায় জানা গিয়েছে, পিঁপড়েরা এই পৃথিবীতে প্রায় ১৩০ মিলিয়ন বছর ধরে রয়েছে।
advertisement
3/8
একটি পিঁপড়ে ৫ সপ্তাহ থেকে ২-৩ বছর পর্যন্ত বাঁচতে পারে। বাড়িতে বসবাসকারী পিঁপড়ের আয়ু কম হয়৷ যে সমস্ত পিঁপড়ে মাঠে, জঙ্গলে নেস্ট তৈরি করে থাকে,তাদের আয়ু বেশি হয়৷
advertisement
4/8
আমাদের শ্বাসপ্রশ্বাস গ্রহণের জন্য শরীরে ফুসফুস থাকে৷ পিঁপড়েদের শরীর জুড়ে থাকে অসংখ্য ছিদ্র। যা টিউবের মাধ্যমে তাদের সারা শরীরে অক্সিজেন ছড়িয়ে দেয়।
advertisement
5/8
পিঁপড়েরা ভূকম্পন অনুভব করতে পারে। এর মাধ্যমে তারা বিপদ বুঝতে পারে৷ এছাড়াও, পিঁপড়েদের শরীরে একটি নির্দিষ্ট ধরনের রাসায়নিক পদার্থ থাকে। একে বলে ফেরোমোন৷ সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এই ‘ফেরোমনের’ সাহায্য নেয় পিঁপড়েরা৷ এর সাহায্যেই কথা বলে৷
advertisement
6/8
কিন্তু, এই প্রতিবেদনে মূলত যে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি, সেটা কিন্তু ভারী অদ্ভুত! প্রশ্নটা হচ্ছে, পিঁপড়েরা কি আদৌ ঘুমোয়? পিঁপড়ে কিন্তু ভয়ঙ্কর ব্যস্ত প্রাণী৷ খাবার জোগাড় করা থেকে শুরু করে কলোনির দেখাশোনা, সবকিছু নিয়েই চূড়ান্ত ব্যস্ত থাকে পিঁপড়েরা৷ তাহলে কখন ঘুমোয় পিঁপড়েরা?
advertisement
7/8
উত্তর হল, না৷ ঠিকই পড়ছেন, নিজের জীবৎকালে পিঁপড়েরা কখনও সুখনিদ্রা নেয় না৷ সময়ই পায় না! কপালে জোটে ছোটখাটো ‘পাওয়ার ন্যাপ’৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, পিঁপড়েরা প্রতিদিন প্রায় ২৫০ বার পাওয়ার ন্যাপ নেয়৷ তবে বড়জোড় এক মিনিট৷
advertisement
8/8
তবে এটাই নাকি তাদের জন্য যথেষ্ট। যাইহোক, যদি আমরা দিনে পিঁপড়ের ২৫০টা ঘুমের মোট সময় ক্যালকুলেট করি, তাহলে আমরা বলতে পারি, একদিনে পিঁপড়ে ঘুমোতে পারে ৪ ঘণ্টা ৪৮ মিনিট মতো।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Facts: পিঁপড়েরা ঘুমোয় না? সত্যি, এমনটাও হয় নাকি... পুরো ঘটনা জানলে চূড়ান্ত চমকে যাবেন