মাত্র তিনটি বাস্তু পরামর্শ মানলে দীপাবলিতেই বদলাবে জীবন, জানুন কী বলছে শাস্ত্র
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এ বিষয়ে আমরা চোখ রাখতে পারি বাস্তুগুরু খুশদীপ বনশলের বই 'মহাবাস্তু'-তে।
advertisement
1/4

দীপাবলি অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব। এই উৎসবে আমরা বহু জনকেই নানা ধরনের উপহার দিই, সাজিয়ে তুলি বাড়ির চারপাশ। বাস্তু মতে এই সাজিয়ে তোলার মধ্যেই রয়েছে সৌভাগ্যের হাতছানি। আমরা খুব সহজেই বাড়ির ভিতর কিছু টুকিটাকি পরিবর্তন এনে ফেলতে পারি। এ বিষয়ে আমরা চোখ রাখতে পারি বাস্তুগুরু খুশদীপ বনশলের বই 'মহাবাস্তু'-তে।
advertisement
2/4
তিনি বলছেন, এই সময়ে ঝকঝে করে ফেলুন বাড়ির উত্তর পূর্ব দিক। এই সময়ে ওই অংশে কোনও লাল রঙের বস্তু রাখা চলবে না।
advertisement
3/4
উত্তর দিকে থাক সবুজের হাতছানি। ছোট ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন। থাক সবুজ রঙের ফুলদানি।
advertisement
4/4
আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে বাড়ির পশ্চিম দিকে লক্ষ্মী ও গণেশের রুপোর মূর্তি রাখুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মাত্র তিনটি বাস্তু পরামর্শ মানলে দীপাবলিতেই বদলাবে জীবন, জানুন কী বলছে শাস্ত্র