TRENDING:

দীপাবলির পুজোর আগেই বড়ি থেকে দূর করুন এই ৫টা জিনিস, টাকা আসবে হু হু করে

Last Updated:
জেনে নিন দীপাবলির পুজোর আগে বড়ি থেকে দূর করবেন কোন ৫টা জিনিস
advertisement
1/7
দীপাবলির পুজোর আগেই বড়ি থেকে দূর করুন এই ৫টা জিনিস, টাকা আসবে হুহু করে
দীপাবলির অর্থ আলোর উৎসব ৷ এই আলোর মধ্যে দিয়ে যাবতীয় অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলোর সঞ্চার ঘটে ৷ সংসারে আসে সমৃদ্ধি ৷ কালী পুজোর দিন বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন। লক্ষ্মী পুজোর সময় কতগুলি নিয়ম না মেনে চললে ভিষণ বিপদ। কারণ সেক্ষেত্রে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাবে বেড়ে যাওয়ার কারণে একের পর এক বিপদের ফাঁদে পরার আশঙ্কা যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিক ক্ষতি তো হবেই, সেই সঙ্গে হতে পারে দুর্ভাগ্যও।
advertisement
2/7
আজকাল ঘর সাজানোর সময় আমরা প্রাই সবাই বাস্তুতন্ত্র মেনে চলি। বাস্তু বিশেষজ্ঞদের মতামতও নিয়ে থাকি। কিন্তু শুধু ঘর সাজালেই কি হবে, ঘরের শান্তিও তো চাই। এই জন্য ঘর সাজানোর সময় বেশি জোর দেওয়া দরকার কোন জিনিস রাখা হবে, কোন জিনিস রাখা হবে না।
advertisement
3/7
ঘরে অনেকেই আমরা গাছ লাগিয়ে থাকি। কিন্তু খেয়াল রাখুন, গাছ শুকিয়ে গেলে কিন্তু কখনওই তাকে মায়ার বশে রেখে দেবেন না। মরা গাছ রাখা বিপজ্জনক। মরা গাছ সংসারে দুর্ভাগ্য বয়ে আনে।
advertisement
4/7
আজকাল অনেকের বাড়িতেই শৌচাগারে কমোড থাকে। কখনও কমোডের ঢাকনা খুলে রাখবেন না। স্বাস্থ্যের জন্য তো বটেই, বাস্তুকারদের মতে ঢাকনা খোলা রাখলে পজিটিভ এনার্জি বেরিয়ে যায়। তাই কমোডের ঢাকনা কখনও খুলে রাখা উচিত নয়।
advertisement
5/7
বাড়িতে ঢোকার দরজা বা তার সামনের দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে দেখতেও ভাল লাগবে আর সংসারে পজেটিভ এনার্জিও থাকবে।
advertisement
6/7
সবসময় ঘরদোর গুছিয়ে রাখার চেষ্টা করুন। জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে রাখা যেমন দৃষ্টিকটূ, তেমনই এতে নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। সময়ের কারণে সম্পূর্ণ গুছিয়ে রাখা সম্ভব না হলে যতটা পারবেন পরিষ্কার রাখুন।
advertisement
7/7
খারাপ টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা বিকল ঘড়ি কখনই ঘরে রাখবেন না। এতে নেগেটিভ এনার্জি বাড়ে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দীপাবলির পুজোর আগেই বড়ি থেকে দূর করুন এই ৫টা জিনিস, টাকা আসবে হু হু করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল