বয়সের সঙ্গে বদলায় নাম, জেনে নিন কোন বয়সের কুমারীকে কী রূপে পুজো করা হয়
Last Updated:
advertisement
1/9

মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পুজো৷ ১-১৬ বছর বয়সী কুমারী মেয়েকে এদিন পুজো করা হয় দেবী দুর্গা রূপে৷ কুমারী মেয়ের বয়স অনুযায়ী বদলে যায় তার নাম৷ জেন নিন কোন বয়সের কুমারীকে কী রূপে পুজো করা হয়৷
advertisement
2/9
কুমারীর বয়স ১ হলে তাকে বলা হয় সন্ধ্যা, বয়স ২ হলে তার নাম হয় সরস্বতী৷
advertisement
3/9
৩ বছর বয়সী কুমারীর নাম হয় ত্রিধামূর্তি, বয়স ৪ হলে তার নাম দেওয়া হয় কালিকা৷
advertisement
4/9
৫ বছর বয়সের কুমারী পূজিত হয় সুভাগা রূপে, বয়স ৬ হলে পূজিত হয় উমা রূপে৷
advertisement
5/9
৭ বছর বয়সের কুমারীর নাম দেওয়া হয় মালিনী, কুমারীর বয়স ৮ হলে পূজিত হয় কুব্জিকা রূপে৷
advertisement
6/9
৯ বছর বয়সের কুমারীকে বলা হয় কলাসন্ধর্ভা, ১০ বছরের কুমারীকে পুজো করা হয় অপরাজিতা হিসেবে৷
advertisement
7/9
১১ বছর কুমারী পূজিত হয় রুদ্রানী রূপে, ১২ বছর বয়স হলে কুমারীর নাম হয় ভৈরবী৷
advertisement
8/9
১৩ বছরের কুমারীকে বলা হয় মহালক্ষ্মী, ১৪ বছরের কুমারীকে পুজো করা হয় পীঠনায়িকা রূপে৷
advertisement
9/9
কুমারীর বয়স ১৫ হলে তাকে পুজো করা হয় ক্ষেত্রজ্ঞ রূপে , বয়স ১৬ হলে কুমারী হয়ে ওঠে অন্নদা বা অম্বিকা৷