ধনতেরাসে ঠিক এই সময় সোনা কিনুন, ধনী হওয়া থেকে কেউ রুখতে পারবে না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মনে করা হয়, এমন দিনে সোনা, রূপা কেনাকাটা করলে তা পরিবারে সুখ , শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে
advertisement
1/5

দুর্গাপুজোর পর এবার কালীপুজো-দীপাবলি ঘিরে ক্রমেই সেজে উঠছে দেশ। আলোর রোশনাইয়ে সেজে উঠছে দেশের প্রতিটি কোণ। বিভিন্ন জায়গায় দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত হবে বিশেষ লক্ষ্মীপুজোর। আর সেই পুজোর অংশ হিসাবে পালিত হবে ধনতেরাসও। (Photo collected)
advertisement
2/5
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এ বছরেও সে নিয়ম পালিত হবে। ধনতেরাসের জন্য সকলেই আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করে দেন। ধনতেরাস দিওয়ালির একদিন আগে আসে। এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। (Photo collected)
advertisement
3/5
ধনতেরসের দিন কেনাকাটার শুভ মুহূর্ত: ধনতেরসের প্রদোষকাল শুরু হবে ১৩ নভেম্বর বিকেল ৫:২৮ মিনিট থেকে, শেষ হবে সন্ধ্যে ৮:০৭ মিনিটে। এণন সময়ের মধ্যেই সোনা কেনা শুভ বলে দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞের। (Photo collected)
advertisement
4/5
কথিত রয়েছে, ধনতেরসের দিন রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। এই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে। (Photo collected)
advertisement
5/5
এই বছর ত্রয়োদশী লাগছে ১২ নভেম্বর রাত্রি ৯:৩০ মিনিট থেকে পড়ছে ধনতেরসের তিথি। পরের দিন বিকাল ৫:৫৯ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই সময়েই ধনদেবীর পুজো করতে হবে। এই ৩০ মিনিটেই সারতে হবে পুজো। (Photo collected)