ধনতেরাসের দিন সোনা কিনুন ঠিক এই শুভক্ষণে, ভাগ্যদেবীর কৃপায় কাটবে অভাব-অনটন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
এ দিনে সোনা কিনতে মোট ১১ ঘন্টা ১৬ মিনিট সময় পাওয়া যাবে। এই সময় স্বর্ণ কিনলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির লাভ হবে।
advertisement
1/6

*প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এ বছরেও সে নিয়ম পালিত হবে। ধনতেরাসের জন্য সকলেই আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করে দেন। ফাইল ছবি।
advertisement
2/6
*ধনতেরাস দিওয়ালির একদিন আগে আসে। এই দিন ধন দেবীর আরাধনা করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়। ফাইল ছবি।
advertisement
3/6
*এই বছর ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবার। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই সময়েই ধনদেবীর পুজো করতে হবে। মাত্র ৩০ মিনিটেই সারতে হবে পুজো। ফাইল ছবি।
advertisement
4/6
*বিশ্বাস করা হয় যে, ধনতেরাসের শুভ দিনে সোনার, রৌপ্য এবং পিতল বা অন্যান্য ধাতব জিনিসপত্র কেনা হয়।এই দিনে সোনা কেনা শুভ হিসেবে বিবেচিত। ফাইল ছবি।
advertisement
5/6
*এ বারে ধনতেরাসের দিন সকাল ৬ টা বেজে ৪২ মিনিট থেকে বিকেল ৫টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত স্বর্ণ কিনতে পারবেন। এদিনে সোনা কিনতে মোট ১১ ঘন্টা ১৬ মিনিট সময় পাওয়া যাবে। এই সময় স্বর্ণ কিনলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির লাভ হবে। ফাইল ছবি।
advertisement
6/6
*শাস্ত্র মতে, এ দিনে ধনদেবী ও কুবেরের আরাধনা করা হয়। গৃহে শান্তি ও টাকা পয়সা বৃদ্ধির জন্যই এই পুজো। বলা হয় এই দিন সমুন্দ্র মন্থনের সময় হাতে সোনার কলস নিয়ে ধনদেবীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। নে করা হয় এই পুজোর ফলে ঘরে অর্থ ও শস্যের অভাব হয় না। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ধনতেরাসের দিন সোনা কিনুন ঠিক এই শুভক্ষণে, ভাগ্যদেবীর কৃপায় কাটবে অভাব-অনটন