TRENDING:

Devshayani Ekadashi 2022: প্রভু বিষ্ণু যান নিদ্রায়, শাস্ত্র মতে ‘এই’ একাদশীর গুরুত্ব বিশাল

Last Updated:
সন্ন্যাসীরা এই সময়ে পূর্ণিমাগুলিতে বিশেষ ব্রত রাখেন। তাঁরা তাঁদের পরিক্রমাও বন্ধ রাখেন। এই চারমাসে গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রাখিবন্ধন, গণেশ চতুর্থী, নবরাত্রি(দুর্গাপূজা), দীপাবলি ইত্যাদি পূজা অনুষ্ঠিত হয়।
advertisement
1/5
প্রভু বিষ্ণু যান নিদ্রায়, শাস্ত্র মতে ‘এই’ একাদশীর গুরুত্ব বিশাল
আজ সায়নী একাদশী ৷ শাস্ত্রমতে এই দিন থেকেই ভগবান বিষ্ণু নিন্দ্রায় যান ৷ সনাতন ভারত বছরে চারটি মাসকে বিশেষ পবিত্র বলে মনে করে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যা ‘সায়নী একাদশী’ নামে পরিচিত, থেকে শুরু করে কার্তিক মাসের প্রবোধিনী একাদশী বা সেই মাসের শুক্ল একাদশী পর্যন্ত চার মাস এই পবিত্র সময়। এই পর্বকে ‘চাতুর্মাস’ বলে অভিহিত করে সনাতন ভারত।
advertisement
2/5
কেবল হিন্দুধর্ম নয়, জৈন ও বৌদ্ধ ধর্মও এই চার মাসকে অতি পবিত্র বলে গণ্য করে। জ্যোতিষ মতে, এই সময়ে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে এবং দক্ষিণায়ন শুরু হয়। এই সময়ে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বী অসংখ্য মানুষ এই চার মাস বিশেষ পালনের মধ্যে দিয়ে অতিবাহিত করেন।
advertisement
3/5
কেউ মৌনব্রত পালন করেন, কেউ বিশেষ কিছু খাদ্যগ্রহণ থেকে বিরত থাকেন, আবার কেউ এই চার মাস একবেলা আহার গ্রহণ করেন। সেই সঙ্গে চলে বিশেষ উপাসনা, পূজা-পাঠ।
advertisement
4/5
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সায়নী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু তাঁর নিদ্রা শুরু করেন। এবং বিষ্ণুনিদ্রা ভঙ্গ হয় প্রবোধিনী একাদশীতে। এই চার মাস ভারতে বর্ষা ঋতু। এই ঋতুতে দেবদেবীদের বিব্রত করা নিষিদ্ধ। এই চারমাসে বিবাহাদি শুভকাজও নিয়ন্ত্রিত বলে ঘোষণা করে স্মৃতিশাস্ত্রগুলি।
advertisement
5/5
সন্ন্যাসীরা এই সময়ে পূর্ণিমাগুলিতে বিশেষ ব্রত রাখেন। তাঁরা তাঁদের পরিক্রমাও বন্ধ রাখেন। এই চারমাসে গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রাখিবন্ধন, গণেশ চতুর্থী, নবরাত্রি(দুর্গাপূজা), দীপাবলি ইত্যাদি পূজা অনুষ্ঠিত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Devshayani Ekadashi 2022: প্রভু বিষ্ণু যান নিদ্রায়, শাস্ত্র মতে ‘এই’ একাদশীর গুরুত্ব বিশাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল