TRENDING:

Relationship news: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?

Last Updated:
Love affair: ভালবাসা স্থান, কাল, ধর্ম, বর্ণ মানে না; কিন্তু নিজের কাকুকে ভালবেসে বিয়ে করার ঘটনা কিছুটা হলেও অভিনব।
advertisement
1/5
‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?
নিজের পছন্দের মানুষকে বিয়ে করা এখন খুব সাধারণ ব্যাপার। ভালবাসা স্থান, কাল, ধর্ম, বর্ণ মানে না; কিন্তু নিজের কাকুকে ভালবেসে বিয়ে করার ঘটনা কিছুটা হলেও অভিনব।
advertisement
2/5
বিহারের বেগুসরাই পুরসভার ডেপুটি কমিশনার শিবশক্তি কুমার ১৪ অগাস্ট বিয়ে করেন নিজে ৭ বছরের ছোট ভাইঝি সেজাল সিন্ধুকে। একটি মন্দিরে গিয়ে শিবশক্তি এবং সেজাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
advertisement
3/5
বিয়ের পরে সেজাল বলেন, "আমরা দু’জন দু’জনকে ভীষণ ভালবাসি, এটা কোনও অপরাধ নয়। আমরা পরিস্থিতি থেকে পালানোর জন্য আমাদের সিদ্ধান্ত বদল করতে পারব না"।
advertisement
4/5
তবে তাঁদের দু’জনের এই বিয়ে মেনে নেয়নি পরিবার। সেজালের পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, এমনই অভিযোগ করেন সেজাল।
advertisement
5/5
সেজাল জানিয়েছেন, তিনি গত ১০ বছর ধরে শিবশক্তির সঙ্গে সম্পর্কে আছেন। শিবশক্তি গত ১০ মাস আগেই চাকরি পেয়েছেন, সেজাল বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন। এর মধ্যে দু’জনে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship news: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল