Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, পৃথিবীর সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরেই! কেন বারবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ লন্ডভন্ড হয় জানেন? কারণ শুনলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cyclone: ঐতিহাসিক সুনীল অমৃত বঙ্গোপসাগরকে বর্ণনা করেছেন এভাবে, এক বিস্তীর্ণ জলরাশি, যা জানুয়ারিতে একেবারে শান্ত এবং নীল, আর গ্রীষ্মের বৃষ্টিতে এটির রূপ একেবারে ভিন্ন।
advertisement
1/8

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। গত ২০০ বছরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে বাংলার ২০ লাখ মানুষের। মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা।
advertisement
2/8
ঐতিহাসিক সুনীল অমৃত বঙ্গোপসাগরকে বর্ণনা করেছেন এভাবে, এক বিস্তীর্ণ জলরাশি, যা জানুয়ারিতে একেবারে শান্ত এবং নীল, আর গ্রীষ্মের বৃষ্টিতে এটির রূপ একেবারে ভিন্ন। ফুঁসতে থাকা ঘোলা জলের সমুদ্র।
advertisement
3/8
বঙ্গোপসাগরকে ঘিরে রেখেছে যে তটরেখা, সেখানে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ। বিশ্বের ইতিহাসে যতসব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে।
advertisement
4/8
'ওয়েদার আন্ডারগ্রাউন্ড' নামের একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচাইতে ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। এই তালিকার ২৬টি ঘূর্ণিঝড়ই বঙ্গোপসাগরে।
advertisement
5/8
আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের জলকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙার মধ্যে তরল যে আচরণ করে, এখানেও তাই ঘটে। সাগরের ফুঁসে উঠা জলরাশি চোঙা বরাবর ছুটতে থাকে।
advertisement
6/8
“এরকম ভৌগোলিক বৈশিষ্ট্যের টেক্সটবুক উদাহারণ হচ্ছে বঙ্গোপসাগর,” বলছেন আবহাওয়াবিদ এবং ওয়েদার আন্ডারগ্রাউন্ডের একজন লেখক বব হেনসন।
advertisement
7/8
তবে বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য। যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা। এটি পরিস্থিতিকে আরও বিপদজনক করে তোলে। আসলে বঙ্গোপসাগর খুবই উষ্ণ এক সাগর।
advertisement
8/8
পৃথিবীর নানা অঞ্চলে আরো অনেক উপসাগর আছে যেখানে উপকূল বরাবর এই ধরনের জলোচ্ছ্বাসের ঝুঁকি আছে। যেমন লুইজিয়ানার গালফ কোস্ট। কিন্তু বিশ্বের আর যে কোন উপকূলের চাইতে বঙ্গোপসাগরের উত্তর উপকূল এই ধরনের সার্জ বা জলোচ্ছ্বাসের সবচাইতে বেশি ঝুঁকিতে আছে। আর এই উপকূলজুড়ে যে রকম ঘনবসতি, সেটা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের প্রতি চারজন মানুষের একজন থাকেন বঙ্গোপসাগর উপকূলের দেশগুলিতে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, পৃথিবীর সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরেই! কেন বারবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ লন্ডভন্ড হয় জানেন? কারণ শুনলে চমকে উঠবেন