TRENDING:

টোটো আর টোটো চারিদিকে! বাংলা থেকে হারিয়ে যাচ্ছে 'এই' যান, বহু মানুষের ভবিষ্যৎ অন্ধকার

Last Updated:
Toto In bengal: একটা সময় বাংলার রাস্তায়, অলিগলিতে ছুটত এই যান। তবে এখন টোটোর জন্য সেই যানের ভবিষ্যথ অন্ধকার। বাংলার বহু মানুষ সেই যান চালিয়ে সংসার চালাতেন। তবে এখন রিক্সা চালিয়ে সারাদিনে ১০০-১৫০ টাকা উপার্জনও হয় না। ফলে বাংলা থেকে প্রায় হারিয়ে যাচ্ছে সাইকেল রিক্সা।
advertisement
1/8
টোটোর দাপাদাপি! বাংলা থেকে হারিয়ে যাচ্ছে 'এই' যান, বহু মানুষের ভবিষ্যৎ অন্ধকার
টোটো আর টোটো। শহরের গণ্ডি পেরিয়ে মফঃস্বল বা গ্রামে গেলেই বুঝতে পারবেন, টোটোর দৌরাত্ম্য।
advertisement
2/8
টোটো চালিয়ে সংসার চালান বাংলার অনেক মানুষ। টোটোচালকদের মধ্যে সবার রোজগার কিন্তু রোজ সমান হয় না। অনেকেই ভাড়ার টোটো চালান। তবে নিজের টোটো হলে উপার্জন কিছুটা বেশি হয়।
advertisement
3/8
সাধারণ পথচারীদের অনেকের অভিযোগ, টোটোর জন্য দুর্ঘটনা বেড়েছে অনেকটাই। কারণ টোটোচালকরা ট্রাফিক নিয়মের তোয়াক্কা করেন না।
advertisement
4/8
তবে জানেন কি, টোটোর জন্য বাংলার রাস্তা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে আরেকটি যান। সেটি হল হাতে টানা রিক্সা।
advertisement
5/8
নাম প্রকাশে অনিচ্ছুক নবদ্বীপের এক রিক্সাচালক বলছেন, টোটোর জন্য আমাদের আয় কমেছে। মাঝে মাঝে ভাবি ঋণ নিয়ে টোটো কিনে ফেলব। কিন্তু ভয় লাগে। যদি ঋণ শোধ করতে না পারি! তার থেকে যতদিন এভাবে চলে চলুক।
advertisement
6/8
এক সময় বাংলার অলিগলিতে ছুটত সাইকেল রিক্সা। রিক্সাওয়ালাদের উপার্জনের অভাব হত না। এখন সেসব দিন অতীত। রোজ ১০০ টাকা উপার্জন করতেও হিমশিম খাচ্ছেন অনেক রিক্সাচালক।
advertisement
7/8
টোটোয় দূষণ কম। একসঙ্গে অনেক যাত্রী যাতায়াত করতে পারেন। রিক্সার তুলনায় ভাড়া কম। সব দিক থেকেই রিক্সার থেকে টোটো এগিয়ে। এমনই চললে বাংলার রাস্তা থেকে হারিয়েই যাবে সাইকেল রিক্সা।
advertisement
8/8
রাজ্যে প্রায় ২০ লাখ টোটো চলে এখন। বহু জায়গায় টোটোর দাপাদাপি বন্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। তবুও রিক্সা যেন টোটোর সঙ্গে পাল্লা দিয়ে পারছে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
টোটো আর টোটো চারিদিকে! বাংলা থেকে হারিয়ে যাচ্ছে 'এই' যান, বহু মানুষের ভবিষ্যৎ অন্ধকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল