Currency Rate: ডলারের থেকেও শক্তিশালী, টাকার দাম নামমাত্র! বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Currency Rate: বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। এই প্রতিবেদন লেখার সময় এক দিনারের মূল্য ভারতীয় মুদ্রার প্রায় ২৬৯.৫৭ টাকা।
advertisement
1/8

বাণিজ্যিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লেনদেনে সাবলীলতার দরুন মুদ্রা বিশ্ব অর্থনীতির একটি অপরিহার্য উপাদান। স্বভাবতই সবগুলো মুদ্রার মূল্যমান এক পাল্লায় পরিমাপ করা হয় না। এমনকী কিছু কিছু মুদ্রা অন্যগুলোকে ছাড়িয়ে আশ্চর্যজনক উচ্চতায় উঠে আসে। এই আকাশচুম্বী তারতম্যের কারণ কী! বর্তমান বিশ্বের সব থেকে দামি মুদ্রাই বা কোনটি জানেন?
advertisement
2/8
কুয়েতি দিনার: আমেরিকার এক ডলার ভারতীয় মুদ্রায় আজকের দিনে ৮২.৯৩ টাকা। এক ইউরোর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯.৯৫ টাকা এবং সেঞ্চুরি হাঁকিয়েছে পাউন্ড। বৃহস্পতিবার এক পাউন্ডের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ টাকা! কিন্তু জানেন কি অধিক প্রচলিত বিদেশি মুদ্রার থেকেও অনেক বেশি দামি কোন দেশের মুদ্রা?
advertisement
3/8
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। এই প্রতিবেদন লেখার সময় এক দিনারের মূল্য ভারতীয় মুদ্রার প্রায় ২৬৯.৫৭ টাকা। বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা আমেরিকার ডলার। কিন্তু সেই ডলারের থেকেও কয়েক গুণ দামি এই দিনার।
advertisement
4/8
অবাক করা বিষয় হল, কুয়েতই এক সময় ভারতের টাকায় নির্ভরশীল ছিল। তখন আলাদা করে কুয়েতি দিনার ছিল না। ভারতীয় টাকাতেই সে দেশে যাবতীয় আদানপ্রদান চলত! পরবর্তীকালে ভারত সরকার অনুমোদিত গাল্ফ রুপি চালু হয়েছিল কুয়েতে। তারও অনেক পর কুয়েতি দিনার চালু হয়।
advertisement
5/8
বাহারিনি দিনার: বাহারিনি দিনারের মুদ্রার দামও কিন্তু অনেক বেশি। বাহারিন একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। মূলত তেল রফতানি করেই বাহারিন মুদ্রার দিক থেকে এত শক্তিশালী। দিনারের মুদ্রার কোড হল BHD। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুদ্রা হওয়ার কারণে বাহারিন সারা বিশ্বের লোকেদের কাছেই অন্যতম গন্তব্য। টাকার নিরিখে এক কুয়েতি দিনারের দাম প্রায় ২২০.১০ টাকা।
advertisement
6/8
ওমানি রিয়াল: ওমানি রিয়াল দেশের এক্সচেঞ্জে অত্যন্ত জনপ্রিয় একটি মুদ্রা। ১৯৪০ সাল থেকে ওমান এই মুদ্রার ব্যবহার শুরু করে। তার আগে এই দেশের মুদ্রা ছিল রুপি। আর সেই কারণেই দেশের এক্সচেঞ্জে এটি অত্যন্ত জনপ্রিয়। টাকার নিরিখে এক ওমানি রিয়ালের দাম প্রায় ২১৫.৪২ টাকা।
advertisement
7/8
জর্দানিয়ান দিনার: জর্দানের কারেন্সি হল জর্দানিয়ান দিনার। এই দেশ কিন্তু তেল রফতানিতে খুব বেশি নির্ভর করে না। টাকার নিরিখে এক জর্দানিয়ান দিনারের দাম প্রায় ১১৬.৯৬ টাকা।
advertisement
8/8
ব্রিটিশ পাউন্ড: পাউন্ড স্টার্লিং (£) বা GBP গ্রেট ব্রিটেনের মুদ্রা। এটি জার্সি, গার্নসি, আইল অফ ম্যান, দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি এবং ত্রিস্তান দা কুনহারের সরকারি মুদ্রা। এটি একটি অন্যতম প্রাচীনতম মুদ্রা। বর্তমানে এক GBP -এর দাম প্রায় ১০৫.০৯ টাকা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Currency Rate: ডলারের থেকেও শক্তিশালী, টাকার দাম নামমাত্র! বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের জানেন?