Currency: ভারতের ১ টাকা এখানে প্রায় ৫০০ টাকার সমান! পকেটে ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি লাখপতি...জানেন কোন দেশ? নাম শুনলে বিশ্বাসই হবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Currency: এই দেশে ভারতের টাকার মূল্য প্রচুর। এতটাই বেশি যে ভারতীয় টাকার বিচারে মাত্র ১০০০ টাকা নিয়ে এই দেশে ঘুরতে গেলে দিব্যি আরামে থাকা, খাওয়া সব করা যেতে পারে।
advertisement
1/11

যেকোনও দেশের অর্থনৈতিক অবস্থার পরিচয় হল সে দেশের মুদ্রার মূল‍্য। সারা বিশ্বে লেনদেনের জন্য সাধারণত ডলার ব্যবহার করা হয়। তাই যেকোনও দেশের মুদ্রার মূল্য মার্কিন ডলারের ভিত্তিতেই পরিমাপ করা হয়। ভারতের এক বন্ধু দেশের ভারতের টাকার মূল‍্য প্রচুর।
advertisement
2/11
এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিকঠাক হলেও, আমেরিকার সঙ্গে মোটেই মধুর নয়। এই দেশটি খুব সুন্দর এবং খুব প্রাচীন। পৃথিবীতে হাজার হাজার বছর আগে যেখানে সভ্যতাগুলি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটি দেশ এটি। প্রতীকী ছবি
advertisement
3/11
এই দেশে ভারতের টাকার মূল‍্য প্রচুর। এতটাই বেশি যে ভারতীয় টাকার বিচারে মাত্র ১০০০ টাকা নিয়ে এই দেশে ঘুরতে গেলে দিব‍্যি আরামে থাকা, খাওয়া সব করা যেতে পারে। পারস‍্যের সঙ্গে বিশেষ যোগ থাকা এই প্রাচীন দেশ অত‍্যন্ত সুন্দর। ঐতিহাসিক গুরুত্বও প্রচুর। দেশটি বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশগুলির মধ্যে একটি, কিন্তু আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ক্রমশ খারাপ দিকে পৌঁছেছে এদেশের অর্থনীতি। প্রতীকী ছবি
advertisement
4/11
এই দেশ হল ইরান। ইরানের মু্দ্রাকে বলা হয় রিয়াল। যাকে ইংরেজিতে ইরানিয়ান রিয়াল বলা হয়। এক সময়ে রিয়ালের মূল্য বেশ ভাল ছিল কিন্তু গত কয়েক বছরে এটি অনেক কমে গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
5/11
এখন এমন অবস্থা যে ভারতের ১ টাকা ইরানে কমপক্ষে ৪৮১ টাকার সমান। অর্থাত্‍ প্রায় ৫০০ টাকার কাছাকাছি। ভারতের এক টাকা এক বছর আগে এখানে ৫০৭ টাকার সমান ছিল, কিন্তু ৪ মার্চ ২০২৫-এ এর মূল্য ৪৮১ ইরানিয়ান রিয়ালের সমান হয়ে গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
6/11
এর অর্থ হল, যদি কোনও ভারতীয় ১০০০ টাকা নিয়ে ইরান চলে যায়, তাহলে সে বিলাসবহুলভাবে সেখানে কয়েক দিন থাকতে পারে, ঘুরতে পারে। তবে ভাল ৫ স্টার হোটেলে থাকতে আরও খানিকটা গাঁটের কড়ি খরচ করতে হবে। প্রতীকী ছবি
advertisement
7/11
ইরানের পাঁচ তারা হোটেলে এক দিনের সর্বাধিক ভাড়া ৭০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ২০০০ টাকা থেকে ৪০০০ টাকায় মধ‍্যম শ্রেণির হোটেলে খুব সহজেই থাকতে পারবেন। প্রতীকী ছবি
advertisement
8/11
আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্কের প্রভাব মুদ্রাতেই স্পষ্ট। ইরানে ডলার রাখা অপরাধ। জেলও হতে পারে। ইরান গত কয়েক বছর ধরে ডলার গ্রহণ বন্ধ করে দিয়েছে।
advertisement
9/11
কিন্তু টাকা সহজেই পকেটে রেখে ঘোরা যায়। ইরান এখন ভারত-সহ অনেক দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় ব্যবসা করে। এর ফলে সেখানে ডলারের চোরাচালানের অবৈধ ব্যবসাও বেশ চলছে। প্রতীকী ছবি
advertisement
10/11
রিয়ালের এই ক্রমাগত পতনের পেছনে একটি বড় কারণ হল মুদ্রাস্ফীতি। ২০২২ সালে মুদ্রাস্ফীতি হার ৪২.৪% ছিল, যা পৃথিবীতে দশম সর্বাধিক। দ্রুত সেদেশে বাড়ছে মুদ্রাস্ফীতির হার। এর ফলে বেকারত্বও বেড়েছে। প্রতীকী ছবি
advertisement
11/11
যদিও ইরানে বেশিরভাগ মানুষ চাকরি করার পরিবর্তে অন‍্যান‍্য জীবিকা বেছে নেন। দেশের মাত্র ২৭.৫ শতাংশ অধিবাসী চাকরি করেন। দারিদ্র্য ৫০ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। দুর্নীতিও অনেক বেশি। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Currency: ভারতের ১ টাকা এখানে প্রায় ৫০০ টাকার সমান! পকেটে ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি লাখপতি...জানেন কোন দেশ? নাম শুনলে বিশ্বাসই হবে না