Currency Exchange: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Currency Exchange: দেশের পাশাপাশি বিদেশে ঘোরার চলও বাড়ছে দিন দিন। বিভিন্ন দেশের মধ্যে যে দেশগুলিতে ভারতীয় টাকার দাম বেশি সেখানে ঘুরতে যাওয়া কিছুটা হলেও লাভজনক।
advertisement
1/5

দেশের পাশাপাশি বিদেশে ঘোরার চলও বাড়ছে দিন দিন। বিভিন্ন দেশের মধ্যে যে দেশগুলিতে ভারতীয় টাকার দাম বেশি সেখানে ঘুরতে যাওয়া কিছুটা হলেও লাভজনক।
advertisement
2/5
কিন্তু এমনও কিছু দেশ আছে যেখানে টাকার ভারতের তুলনায় অনেক কম। মানে ভারতের ১ টাকা মানে সেই দেশের ৪৮৩.২৩ রিয়াল।
advertisement
3/5
দেশটির নাম ইরান। ভারতের বন্ধু দেশ, রাজধানী তেহরান। ইরানের মুদ্রার নাম রিয়াল। হিসাব মতো ভারতের ২০৭ টাকা মানে ইরানের ১ লাখ টাকা।
advertisement
4/5
ইরানের সভ্যতা প্রায় ৬০০০ বছরের পুরনো। ইরানের প্রাচীন নাম পারস্য। এক সময় দর্শন, স্থাপত্য, বিজ্ঞানে পৃথিবীকে পথ দেখিয়েছিল পারস্য।
advertisement
5/5
বর্তমানে ইতিহাসের বেশ কিছু নিদর্শন রয়েছে ইরানে। তাই কেউ ইতিহাস ভালবাসলে কম খরচে ঘুরে আসতে পারেন পারস্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Currency Exchange: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?