Crocodile: সুন্দরবনে কতগুলো কুমির আছে জানেন...? কী বলছে বন দফতর? চমকে দেবে সংখ্যা!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
আবারও সুন্দরবনে শুরু হবে কুমির গণনা।চলতি বছরের জানুয়ারি মাসে সুন্দরবনের সর্বত্র নদী-খাঁড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। সেই রিপোর্ট কতটা ঠিক, তা জানতে চলতি বছরের ডিসেম্বর মাসে এই কাজ আবার করা হবে।
advertisement
1/6

আবারও সুন্দরবনে শুরু হবে কুমির গণনা। এই জানুয়ারি মাসে সুন্দরবনের সর্বত্র নদী-খাঁড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। সেই রিপোর্ট কতটা ঠিক, তা জানতে চলতি বছরের ডিসেম্বর মাসে এই কাজ আবার করা হবে।
advertisement
2/6
ডিসেম্বর, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিন বার কুমির গণনা হবে সুন্দরবনে। আর তা থেকে পাওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে সুন্দরবনে সঠিক কতগুলি কুমির রয়েছে, তার রিপোর্ট পেশ করবে বন দফতর।
advertisement
3/6
কুমির যেখানে থাকতে পারে, সেই সব এলাকার পরিস্থিতি ও পরিবেশ খতিয়ে দেখে বন দফতর মনে করছে, সুন্দরবনে কমপক্ষে ২০৪টি কুমির রয়েছে।
advertisement
4/6
কুমিরের সংখ্যা সর্বোচ্চ ২৩৪টি পর্যন্ত থাকতে পারে বলেও তাঁরা রিপোর্ট পেশ করেছিলেন। পর পর তিন মাস ধরে নতুন করে কুমির সুমারি করে এক্কেবারে নির্ভুল তথ্য তুলে ধরতে চাইছেন তাঁরা।
advertisement
5/6
গত বার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ২২টি দল তিন দিন ধরে ঘুরে ঘুরে গণনার কাজ করেছিল। তবে এ বার ২৬টি দল এই কাজ করবে বলে জানিয়েছে বন দফতর।
advertisement
6/6
মূলত খালি চোখে দেখেই কুমিরের গণনা করা হয়। পাশাপাশি, কোথাও কুমিরের উপস্থিতি বিশেষজ্ঞেরা টের পেলে সেই সংখ্যাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Crocodile: সুন্দরবনে কতগুলো কুমির আছে জানেন...? কী বলছে বন দফতর? চমকে দেবে সংখ্যা!