Man Tested Covid-19 Positive for 14 Months: এক-দুই নয়, ৭৮ বার করোনা আক্রান্ত! ১৪ মাস লাগাতার আইসোলেশনে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Coronavirius Third Wave|Covid-19 latest cases|Coronavirus in West Bengal: এটা সত্যি অবিশ্বাসযোগ্য যে একটি মানুষ ৭৮ বার করোনা আক্রান্ত তখন থেকেই হাসপাতালের ভর্তি
advertisement
1/10

কোনও ব্যক্তির একবার করোনা পজিটিভ হলেই রাতের ঘুম উড়ে যায় ৷ তবে তুর্কি নিউজে (Turkey News) এক ব্যক্তি এই রকমই যার করোনা রিপোর্ট ৭৮ বার পজিটিভ (Man 78 Times Tested Corona Positive) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
বিগত ১৪ মাস ধরে লাগাতার করোন রিপোর্ট পিজিটিভ আসছে তাঁর ৷ ২০২০ সালের নভমেব্র মাসে তাঁর করোন রিপোর্ট পিজিটিভ এসেছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
তারপর থেকেই ওই ব্যক্তি লাগাতার নিভৃতবাসে (Man Has Been in Isolation for 14 Months) আছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
ওই ব্যক্তির নাম মুজফ্ফর কায়াসন ৷ বিগত এক বছর থেকে লাগাতার হাতপাতালে ভর্তি আছেন ৷ প্রতিদিনই ভাবেন যে বাড়ি ফিরে যাবেন কিন্তু কিছুতেই আর বাড়ি ফিরতে পারেন না তিনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
নভেম্বর ২০২০-তে প্রথমবার করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল ৷ তারপরেই ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিছুদিন পরে শারীরিক অবস্থা ঠিক হলেও করোনা রিপোর্ট নেগেটিভ আসেনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
তারপর থেকে ৭৮ বার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ঠিক এই কারণেই মুদফ্ফর কায়াসন (Muzaffer Kayasan) এই কারণেই তিনি এতদিন টানা আইসোলেশনে আছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
এরফলেই তাঁর সামাজিক জীবন শেষ হয়ে যায় ৷ পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে সময়ও কাটাতে পারেন না ৷ জানলা দিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বা কুশল বিনিময়ও করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
এতদিন ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন ৷ তাঁর জীবনের অন্যতম বড় দুঃখ যে তিনি কোয়ারেন্টাইনে থাকার কারণে নিজের প্রিয়জনদের স্পর্শ পর্যন্ত করতে পারছেন না এটা অত্যন্ত দুঃখের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
আসলে ৫৬ বছরের কায়াসম লিউকমিয়ায় আক্রান্ত, এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন এই কারণেই কায়াসমের করোনা কিছুতেই সারছেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অনেক ওষুধপত্রই দেওয়া হয়েছে তাঁকে ৷ কিন্তু এখনই কোনও আশারুরূপ ফল পাওয়া যায়নি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Man Tested Covid-19 Positive for 14 Months: এক-দুই নয়, ৭৮ বার করোনা আক্রান্ত! ১৪ মাস লাগাতার আইসোলেশনে