TRENDING:

‌ধূমকেতু NEOWISE বৃহস্পতিবার রাতের আকাশে হবে উজ্জ্বলতম, দেখুন কোনদিকে দেখবেন

Last Updated:
বৃহস্পতিবার রাতের আকাশে দেখা যাবে NEOWISE ধূমকেতু
advertisement
1/5
‌ধূমকেতু NEOWISE বৃহস্পতিবার রাতের আকাশে হবে উজ্জ্বলতম, দেখুন কোনদিকে দেখবেন
• আকাশের দিকে নজর রাখতে যাঁরা ভালবাসের তাঁদের জন্য এক এক সূবর্ণ সুযোগ, মাহেন্দ্রক্ষণ বলা চলে। মহাজাগতিক দৃশ্যের সৌন্দর্য যাঁদের অবাক করা, তাঁরা চাইলেই আজ, অর্থাৎ বৃহস্পতিবার রাতে আকাশের দিকে চোখ রাখতে পারেন। কেন?‌ কারণ, বৃহস্পতিবার রাতের আকাশে দেখা যাবে NEOWISE ধূমকেতু। এবার দেখে নিন কী ভাবে, কোনদিকে নজর রাখলে ধূমকেতু দেখতে পাবেন।
advertisement
2/5
• বলা হয়েছে, সূর্যাস্তের পর থেকে রাত সাড়ে ন’‌টা পর্যন্ত রাতের আকাশের উত্তর পশ্চিমদিকে এই ধূমকেতু খালি চোখে দেখা যাবে। NEOWISE জুলাই মাসের ১২ তারিখের আগে সকালবেলা সূর্যোদয়ের পূর্বে দেখা যাচ্ছিল।
advertisement
3/5
• এবারে এটি সূর্যাস্তের পর সপ্তর্ষি মণ্ডলের দক্ষিণ দিকে দেখা যাবে। খালি চোখেই এর উপস্থিতি স্পষ্ট বুঝতে পারার কথা, কিন্তু যদি কেউ বায়নাকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেন, তাহলে আরও স্পষ্ট বোঝা যাবে এটিকে। দেখা যাবে এর সৌন্দর্য। তবে চাঁদের আলোয় এর উজ্জ্বলতা কিছু কমার সম্ভাবনা থাকলে সাড়ে আটটার পর থেকে অন্ধকারে আকাশে এটিকে আরও স্পষ্ট দেখা যাবে।
advertisement
4/5
• কারণ, রাত ৯.‌৩০ পর্যন্ত আকাশে এই ধূমকেতু দেখতে পাওয়ার কথা। তাই চাঁদ ডুবে যাওয়ার পর, অর্থাৎ সাড়ে আটটার পর আকাশ পরিষ্কার থাকলে এটি সহজেই চোখে ধরা দেবে। ফলে যাঁরা মহাজাগতিক দৃশ্য দেখতে ইচ্ছুক, তাঁরা ওই সময়টায় আকাশে নজর রাখতে পারেন।
advertisement
5/5
• এছাড়া, যদি দিক নির্বাচনে কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে স্কাই সাফারি অ্যাপও ব্যবহার করতে পারেন। আকাশের দিকে তাক করে ধরলে ফোনের স্ক্রিনেই দিক নির্বাচন করা যায় এটিতে এবং সহজে বোঝা যায় কোনদিকে কোন নক্ষত্র বা গ্রহ রয়েছে। অনেকেই এটি ব্যবহার করে দিক নির্বাচন করে থাকেন। তবে কলকাতার যা আবহাওয়া আজ সকাল থেকে, তাতে রাতের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা খুবই কম। সারাদিন বৃষ্টি চলছে রাজ্য জুড়েই। ফলে কপাল ভাল না হলে রাতের আকাশও মেঘে ঢাকা থাকতে পারে। সেক্ষেত্রে দেখা মিলবে না NEOWISE–এর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‌ধূমকেতু NEOWISE বৃহস্পতিবার রাতের আকাশে হবে উজ্জ্বলতম, দেখুন কোনদিকে দেখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল