Coins: 'সৌভাগ্য' পেতে নদীতে পয়সা ফেলার রীতি,এ তো গেল কুসংস্কার,নেপথ্যের বড় বৈজ্ঞানিক কারণটা কল্পনাও করতে পারবেন না...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আমাদের গোটা দেশে, মায় বিদেশেও নদীতে কয়েন ফেলার চল প্রচলিত, মানুষের বিশ্বাস, এতে সৌভাগ্য আসবে। কিন্তু এত গেল কুসংস্কার! এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ, জানলে অবাক হবেন।
advertisement
1/5

অনেক সিনেমায় দেখে থাকবেন, গল্পে পড়ে থাকবেন জলে কয়েন ফেলার দৃশ্য! আমাদের গোটা দেশে, মায় বিদেশেও নদীতে কয়েন ফেলার চল প্রচলিত, মানুষের বিশ্বাস, এতে সৌভাগ্য আসবে। কিন্তু এত গেল কুসংস্কার! এর নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ, জানলে অবাক হবেন। Image Courtesy: News18
advertisement
2/5
নদীর জলে কয়েন ছুঁড়ে ফেলা প্রচলিত একটা রীতি। অনেক জায়গায় হ্রদ বা ঝর্ণার জলেও কয়েন ফেলা হয়। তবে এটা শুধুই অন্ধ বিশ্বাস নয়, এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ Image Courtesy: News18
advertisement
3/5
প্রাচীন সময়ে তামার মুদ্রার প্রচলন ছিল। নদীই পানীয় জলের একমাত্র উত্‍স ছিল। মানবশরীরের জন্য তামা খুব উপকারি ধাতু। জলের মাধ্যমে আমাদের শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে তামা যায়, তা নিশ্চিত করার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই প্রথা চালু করেন। Image Courtesy: News18
advertisement
4/5
জলে তামার পয়সা ফেলে ওই জলাধারের জল শুদ্ধ করাই ছিল আসল উদ্দেশ্য। পরবর্তীকালে তামার পয়সার প্রচলন বন্ধ হয়ে গেলেও মনের ইচ্ছে পূরণ করার জন্য নদীতে পয়সা ফেলার রীতি চলে আসছে। Image Courtesy: News18
advertisement
5/5
সেই থেকে যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। এরসঙ্গে জুড়ে গিয়েছে 'গুড লাক' বা সৌভাগ্য বহন করার কুসংস্কারটি। Image Courtesy: News18
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Coins: 'সৌভাগ্য' পেতে নদীতে পয়সা ফেলার রীতি,এ তো গেল কুসংস্কার,নেপথ্যের বড় বৈজ্ঞানিক কারণটা কল্পনাও করতে পারবেন না...