Christmas - Knowledge Story: বড়দিনের আগের রাতে কেন ঝুলিয়ে রাখা হয় লাল মোজা? বহু মানুষ ভুল উত্তর দিয়েছেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Christmas - Knowledge Story: বড়দিনে সত্যি কি সান্তা আসেন উপহার দিতে? কেন লাল মোজাই ঝোলানো হয়? জানুন
advertisement
1/7

বড়দিনের আগের রাতে প্রচলন রয়েছে লাল মোজা ঝোলানোর। অনেকেই মনে করেন এই মোজার ভেতরেই রাতে সান্তা ক্লজ এসে উপহার রেখে যাবে।
advertisement
2/7
এই মোজা ঝুলিয়ে রাখার প্রচলন কোথা থেকে কবে এসেছে তা জানালেন আমাদের বিশিষ্ট ইতিহাসবীদ এবং শিক্ষিকা ইশিতা মার্টিন।
advertisement
3/7
তিনি জানান, আনুমানিক চতুর্থ শতাব্দীতে তুরস্কে সেন্ট নিকোলাস নামে এক অত্যন্ত দয়ালু ব্যক্তি বাস করতেন। গরীবদের সাহায্য করতেন তিনি, এমনকি গোপনে রেখে আসতেন তাদের জন্য উপহারও।
advertisement
4/7
জানা যায় ওই দেশেই এক ব্যক্তি তার তিন মেয়ের বিয়ে দিতে অক্ষম ছিলেন। নিকোলাসের কানে আসা মাত্রই সে ওই বাড়িতে গিয়ে ঝুলিয়ে রাখা মজার মধ্যে সোনা ভরা থলি রেখে আসেন।
advertisement
5/7
ঘটনাচক্রে ওইওদিন ওই গরীবদের বাড়িতে বেশ কিছু লাল রঙের ভিজে মোজা শুকোতে দেওয়া ছিল চিমনির ওপর আগুনের তাপে। নিকোলাস সেই মজাতেই সোনা ভরে রেখে এসেছিলেন।
advertisement
6/7
সোনা দেওয়ার সময়ে শেষবার সেই ব্যক্তি নিকোলাসকে দেখে ফেলেছিলেন। তবে তিনি চেয়েছিলেন সকলের আড়ালে নিঃস্বার্থভাবে দুঃস্থদের পাশে দাঁড়াতে। তাই সাহায্যের কথা কাউকে জানাতে বারণ করেন। তাও বিষয়টি চাপা থাকে না। এই ঘটনার পর থেকে কেউ কোনও গোপন উপহার পেলেই মনে করতেন, বোধ হয় নিকোলাস দিয়েছেন।
advertisement
7/7
সেই থেকেই সেন্ট নিকোলাসকে বলা হয়ে থাকত সান্তা ক্লজ। ছোটরা মনে করতো হরিণে চাপা স্লেজ গাড়ি করে শান্তা ক্লজ এসে মজার ভেতরে উপহার রেখে যাবে সকলের জন্য। সেই জন্য আজও বড়দিনের আগের রাতে মোজা ঝুলিয়ে রাখা হয় সান্তা ক্লজের অপেক্ষায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Christmas - Knowledge Story: বড়দিনের আগের রাতে কেন ঝুলিয়ে রাখা হয় লাল মোজা? বহু মানুষ ভুল উত্তর দিয়েছেন