TRENDING:

Ganesha Chaturthi 2021|| কেমন গণেশ মূর্তির আরাধনা করবেন? কী ভোগ নিবেদনে মিলবে সর্বসুখ? রাশি মিলিয়ে এখুনি জেনে নিন...

Last Updated:
Choose Ganesha Idol And Bhoga As Per your Zodiac: আমাদের রাশিচক্রে ১২টি ভিন্ন ভিন্ন রাশির প্রার্থনা করার আলাদা বিধান রয়েছে। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক রাশি অনুসারে এই গণেশ চতুর্থীতে (Ganesha Chaturthi 2021) সিদ্ধিদাতা গণেশকে কী ভাবে সন্তুষ্ট করা যেতে পারে
advertisement
1/13
কেমন গণেশ মূর্তির আরাধনা করবেন? কী ভোগ নিবেদনে মিলবে সর্বসুখ? রাশি মিলিয়ে জানুন
*আমাদের রাশিচক্রে ১২টি ভিন্ন ভিন্ন রাশির প্রার্থনা করার আলাদা বিধান রয়েছে। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক রাশি অনুসারে এই গণেশ চতুর্থীতে (Ganesha Chaturthi 2021) সিদ্ধিদাতা গণেশকে কী ভাবে সন্তুষ্ট করা যেতে পারে!
advertisement
2/13
*মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এঁদের জন্য লাল রঙের গণেশ মূর্তি শুভ। এর সঙ্গে লাড্ডু ভোগ দিয়ে পূজা করলে মনোবাঞ্ছা পূর্ণ হবে।
advertisement
3/13
*বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। রক্ত প্রবাল দ্বারা নির্মিত গণেশ মূর্তির উপাসনা করলে এঁদের মনোবাঞ্ছা পূরণ হবে। ভোগ হিসেবে ঘি এবং মিছরি দেওয়া যেতে পারে।
advertisement
4/13
*মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এঁরা গণেশ এবং লক্ষ্মী উভয়ের পূজা করতে পারেন। মূর্তির ক্ষেত্রে শ্বেত রঙের গণেশ এবং মুগ ডালের লাড্ডু সহযোগে পুজা দিতে হবে।
advertisement
5/13
*কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। শ্বেতার্ক মূল দ্বারা নির্মিত গণেশ মূর্তি এঁদের জন্য শুভ ফলদায়ক। ক্ষীর এবং মাখন ভোগ দিয়ে পুজা করলে এঁরা ভালো ফল পাবেন।
advertisement
6/13
*সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। এঁরা মনোবাঞ্ছা পূরণে হালকা লাল রঙের গণেশ মুর্তির পুজা করতে পারেন, সঙ্গে ভোগ হিসাবে থাকবে মোতিচুরের লাড্ডু।
advertisement
7/13
*কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষদের একই সঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজা করা উচিত। বিশেষত চতুর্থীতে মুগডালের লাড্ডু দিয়ে ভক্তি সহকারে পুজা দিলে এঁরা শুভ ফল পাবেন।
advertisement
8/13
*তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। এঁরা হালকা বাদামী রঙের গণেশ মূর্তির কাছে নারকোল উৎসর্গ করে পূজা দিলে ভালো ফল পেতে পারেন।
advertisement
9/13
*বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। মঙ্গলজাত বৃশ্চিক জাতক-জাতিকাদের বেসনের লাড্ডু সহযোগে রক্ত প্রবাল দ্বারা নির্মিত গণেশের আবক্ষ মূর্তির পুজা করা উচিত।
advertisement
10/13
*ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। বেসনের লাড্ডু সহযোগে হরিদ্রাভ রঙের গণেশ মূর্তির পূজা এঁদের জন্য শুভ।
advertisement
11/13
*মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এঁরা নীল রঙের গণেশ মূর্তিতে পুজা দিতে পারলে ভালো ফল পাবেন। ভোগ হিসেবে কালো তিলের লাড্ডু বানিয়ে উৎসর্গ করা যেতে পারে।
advertisement
12/13
*কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কালো পাথর দিয়ে তৈরি গণেশের মূর্তি এঁদের জন্য খুবই শুভ। তার সঙ্গে নানারকম সবুজ ফলমূলের নৈবেদ্য সাজিয়ে পূজা করতে পারলে এঁদের মনোবাঞ্ছা পূরণ হবে।
advertisement
13/13
*মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এঁরা যদি মধু এবং কেশর সহযোগে সবুজ রঙের মূর্তিতে পূজা দেন তাহলে দ্রুত মনোবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ganesha Chaturthi 2021|| কেমন গণেশ মূর্তির আরাধনা করবেন? কী ভোগ নিবেদনে মিলবে সর্বসুখ? রাশি মিলিয়ে এখুনি জেনে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল