Chocolate: চকলেট খুব প্রিয়? জানেন কি, বাদুড় না থাকলে কেউ চকলেটই খেতে পারত না! কারণ শুনে চমকে উঠবেন কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chocolate: আসলে বাদুড়রা কোকোয়া গাছের বংশবৃদ্ধির অন্যতম সহায়ক। কারণ বাদুড়রা কোকোয়ার পরাগমিলন ঘটাতে সিদ্ধহস্ত।
advertisement
1/7

বাদুড় নিয়ে এমনিতে কারও বিশেষ ভাবনা নেই। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই প্রাণি থেকে দূরে থাকাই পছন্দ করেন সকলে। এদের কেউ পোষার কথা মাথায়ও আনেন না। এমনকী ভাইরাস ঘটিত কোনও রোগের জন্ম হলেই প্রথম নিশানা করা হয় বাদুড়কেই।
advertisement
2/7
কিন্তু জানেন কি, এই প্রাণীটির জন্যই কিন্তু বিশ্বের মানুষ মন ভরে চকলেট খেতে পারছেন। কেন? কীভাবে চকলেটের সঙ্গে সম্পর্ক রয়েছে বাদুড়ের?
advertisement
3/7
আসলে বাদুড়রা কোকোয়া গাছের বংশবৃদ্ধির অন্যতম সহায়ক। কারণ বাদুড়রা কোকোয়ার পরাগমিলন ঘটাতে সিদ্ধহস্ত। যেখানেই কোকোয়া গাছ থাকে সেখানে বাদুড়রা কোকোয়ার পরাগমিলনে সাহায্য করে।
advertisement
4/7
বাদুড়রা তাদের স্বভাব বশত কোকোয়ার পরাগমিলনে না জেনেই সাহায্য করে। যা কিন্তু আদপে কোকোয়া গাছের বংশবৃদ্ধিকে তরান্বিত করে। বহু দূর দূর পর্যন্ত কোকোয়া গাছ ছড়িয়ে পড়ে। ফলে কোকোয়ার উৎপাদনও বৃদ্ধি পায়।
advertisement
5/7
এক গবেষক ইন্দোনেশিয়ার সুলায়েসিতে কোকোয়া গাছের যেখানে চাষ হয়, সেখান থেকে বাদুড়দের তাড়ানোর পর কী হয়েছিল তা পরীক্ষা করে দেখেছিলেন।
advertisement
6/7
তিনি দেখেন বাদুড়দের ওই কোকোয়া গাছ থেকে দূরে রাখার পর সেখানে কোকোয়া উৎপাদন এক ধাক্কায় ৩১ শতাংশ কমে গিয়েছিল। তাহলে কি অন্য পাখিরা এই পরাগমিলনে সাহায্য করে না?
advertisement
7/7
সকালে পাখিরা এবং রাতে বাদুড়রা এই কাজ করে থাকে। ওই পরীক্ষার সময় দেখা যায় যে ৩১ শতাংশ উৎপাদন কমে গিয়েছিল তাতে শুধুমাত্র বাদুড়দের জন্যই কমেছিল ২২ শতাংশ উৎপাদন। কারণ কোকোয়ার পরাগমিলনে বাদুড়দের মত সাহায্য আর কেউই করতে পারে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Chocolate: চকলেট খুব প্রিয়? জানেন কি, বাদুড় না থাকলে কেউ চকলেটই খেতে পারত না! কারণ শুনে চমকে উঠবেন কিন্তু