TRENDING:

HMPV virus Outbreak in India: চিনা ভাইরাসে কাঁপছে বিশ্ব, ফের মহামারীর সিঁদুরে মেঘ! কী বললেন 'হু' অধিকর্তা?

Last Updated:
এমন পরিস্থিতিতে বড় বিবৃতি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডাক্তার সৌম্য স্বামীনাথন।
advertisement
1/9
চিনা ভাইরাসে কাঁপছে বিশ্ব, ফের মহামারীর সিঁদুরে মেঘ! কী বললেন 'হু' অধিকর্তা?
চিনে নতুন এইচএমপি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বই উদ্বিগ্ন। অনেকেই আশঙ্কা করছেন পরবর্তী মহামারীর। প্রতীকী ছবি
advertisement
2/9
এমন পরিস্থিতিতে বড় বিবৃতি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডাক্তার সৌম্য স্বামীনাথন। প্রতীকী ছবি
advertisement
3/9
ডাঃ স্বামীনাথন সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন, যে চিন সম্পর্কে সাম্প্রতিক বেশ কিছু উদ্বেগজনক খবর সামনে এসেছে। তবে মনে রাখতে হবে যে শ্বাসযন্ত্রের ভাইরাল রোগগুলি মরসুমি এবং শীতকালে বেশি দেখা যায়। হিউম্যান মেটানিউমোভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়া নতুন মনে হতে পারে। প্রতীকী ছবি
advertisement
4/9
কিন্তু, এই নতুন ভাইরাসে ব্রঙ্কাটাইটিস বা নিউমোনিয়ার মতো লক্ষণ রয়েছে। যদিও চিন এই ভাইরাল রোগকে মরসুমি বলেই অভিহিত করেছেন। প্রতীকী ছবি
advertisement
5/9
কিন্তু, এই নতুন ভাইরাসে ব্রঙ্কাটাইটিস বা নিউমোনিয়ার মতো লক্ষণ রয়েছে। যদিও চিন এই ভাইরাল রোগকে মরসুমি বলেই অভিহিত করেছেন। প্রতীকী ছবি
advertisement
6/9
ডাঃ স্বামীনাথন জানিয়েছন, করোনার পর আমরা এই ধরনের রোগের উপর নজরদারি বাড়িয়েছি। এ কারণে এখন এ ধরনের রোগের তদন্ত শুরু করেছি। প্রতীকী ছবি
advertisement
7/9
অতএব, এই নয় যে হঠাৎ করে করে ভাইরাস বেড়েছে। তাই, ভবিষ্যতে আমরা ভাইরাসের আরও নাম শুনতে পারি তিনি এও জানান আমাদের আমাদের বিজ্ঞানসম্মত ভাবে মোকাবিলা করতে শিখতে হবে। প্রতীকী ছবি
advertisement
8/9
তিনি আরও জানিয়েছেন, ভাইরাসের ঝুঁকি এখনও উল্লেখযোগ্য ভাবে রয়েছে। অনেক সময় জুনাটিক অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পায়। যেমন চিন থেকে মানুষের মধ্যে সংক্রমণের একটি ঝুঁকি রয়েছে। প্রতীকী ছবি
advertisement
9/9
নতুন এই ভাইরাস কি মহামারী সৃষ্টি করতে পারে?এই প্রসঙ্গে হু অধিকর্তা জানান, চিন বা কোনও সংগঠন থেকেই কোনও সতর্কতা জারি হয়নি। করোনা মহামারীর পরে বেশিরভাগ দেশ ভাইরাসের মিউটেশন সম্পর্কে রিপোর্ট করছে। আমরাও সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছি। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
HMPV virus Outbreak in India: চিনা ভাইরাসে কাঁপছে বিশ্ব, ফের মহামারীর সিঁদুরে মেঘ! কী বললেন 'হু' অধিকর্তা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল