Childrens Day 2022 : ছোটবেলার ফেলে আসা রঙিন দিনের কথা মনে পড়ে যায় এই ৮ খাবার দেখেই
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Childrens Day 2022 : কিছু খাবার আছে যেগুলো একটি নির্দিষ্ট স্মৃতির সঙ্গে যুক্ত এবং বছরের পর বছর সেইগুলো পেলে তা আবেগকে নাড়া দেয়। কী কী রয়েছে সেই তালিকায়? একঝলকে দেখে নেওয়া যাক
advertisement
1/9

ছোটবেলার কিছু খাবার মনে পরলেই মনে পড়ে যায় আমাদের রঙিন ছোটবেলাটা। ছোটবেলার বন্ধু সম্পর্কে কথোপকথন, বা বছরের পর বছর ঠাকুমার রেসিপি অনেক স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কিছু খাবার আছে যেগুলো একটি নির্দিষ্ট স্মৃতির সঙ্গে যুক্ত এবং বছরের পর বছর সেইগুলো পেলে তা আবেগকে নাড়া দেয়। কী কী রয়েছে সেই তালিকায়? একঝলকে দেখে নেওয়া যাক
advertisement
2/9
সিঙ্গারা ছোটবেলায় সন্ধ্যেবেলার কথা মনে পড়তেই কী মনে পড়ে বলুন তো? বাবার অফিস থেকে ফেরার সময় ঠোঙ্গায় করে গরম গরম সিঙ্গারা নিয়ে আসা। ছোটবেলায় সিঙ্গারার কোণগুলো খেতেই বেশি ভাল লাগত।
advertisement
3/9
ভুট্টা বর্ষাকালের সন্ধ্যেয় পাড়ার মোড়ের ভুট্টাকাকুর ঠেলাগাড়ি থেকে ভুট্টা কিনে খাওয়ার স্মৃতি কিন্তু এখনও তাজা।
advertisement
4/9
মিষ্টি সিগারেট আসলে মিষ্টি ক্যান্ডি লজেন্স, কিন্তু ছোটবেলায় তা ঠোঁটে দিয়ে সিগারেটের মতো করে পোজ না দিলে মন ভরতো না।
advertisement
5/9
পপিনস রং-বেরঙের পপিনস লজেন্সগুলো মূলত জন্মদিনের পার্টি বা বাড়িতে কেউ এলেই বাচ্চা পার্টির জন্য ছিল বরাদ্দ।
advertisement
6/9
অরেঞ্জ বার গরমের দিনে স্কুল থেকে ফেরার সময় এমন কেউ নেই যে একবারের জন্যও বায়না করেনি, এই অরেঞ্জ বার আইসক্রিম কিনে দেওয়ার।
advertisement
7/9
বরফ কা গোলা আম থেকে কালা খাট্টা ফ্লেবার, বরফের গোলার মধ্যে বিভিন্ন ফ্লেবার দিয়ে কাঠি গুঁজে দিলেই জমে যেত বরফ কা গোলা। কলকাতার আনাচে কানাচে এ জিনিস আজও চোখে পড়লে মন মানে না।
advertisement
8/9
বুড়ির চুল গোলাপি আর সাদা রঙের নজর কাড়া এই চিনির গোলা থেকে বাবা-মাকে দূরে সরানো বিপদ। একবার চোখেই পড়লেই হত, সেদিন কিনে দিতেই হবে। এই চিনির গোলার পাশে শত শত দামি খাবারও ফিকে পড়ে যেত।
advertisement
9/9
জেলি লজেন্স মুদির দোকানে কাঁচের জারে বিক্রি হত এই রঙবাহারি জেলি। বাবার সঙ্গে বাজারে গেলেই আর রক্ষে নেই, ওইটি আমার চাই ই চাই। মনে পড়ে সেই দিনগুলো? (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Childrens Day 2022 : ছোটবেলার ফেলে আসা রঙিন দিনের কথা মনে পড়ে যায় এই ৮ খাবার দেখেই