Cheers To 2026: বর্ষবরণে রেকর্ড ভাঙা মদ বিক্রি হল কোন রাজ্যে? তালিকায় পশ্চিমবঙ্গের স্থান কত? জানুন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নতুন বছর ২০২৬ উপলক্ষে ভারতে মদের বিক্রিতে তৈরি হল নতুন রেকর্ড। উৎসবের আনন্দে এগিয়ে রইল তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, দিল্লি ও কেরল
advertisement
1/7

ভারত যখন ২০২৬ সালে পা রাখল, তখন নতুন বছরের উদ্যাপন শুধু আতশবাজি আর মধ্যরাতের কাউন্টডাউনেই সীমাবদ্ধ থাকেনি—উৎসবের উন্মাদনা ধরা পড়েছে রেকর্ডভাঙা মদের বিক্রির পরিসংখ্যানে। হায়দরাবাদের প্রাণচঞ্চল পার্টি থেকে শুরু করে বেঙ্গালুরুর জমজমাট পাব আর দিল্লির ঝলমলে হোটেল পার্টি—দেশজুড়ে একাধিক রাজ্যে ভেঙেছে আগের সব রেকর্ড। এই পরিসংখ্যানই বলছে, কীভাবে লক্ষ লক্ষ মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে গ্লাস তুলেছিলেন। ডিসেম্বরের শেষ রাতগুলো পরিণত হয়েছিল উচ্ছ্বাস, বিপুল রাজস্ব আর সংস্কৃতির এক অভূতপূর্ব প্রদর্শনীতে। (ছবি: পেক্সেলস)
advertisement
2/7
তেলঙ্গানা: নিরঙ্কুশ ভাবে শীর্ষে নতুন বছরের উদ্যাপন ঘিরে মদের বিক্রিতে দেশজুড়ে নজর কেড়েছে তেলঙ্গানা। ৩০ ও ৩১ ডিসেম্বর—এই দু’দিনেই রাজ্যে মদের বিক্রি ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা, যা দৈনিক গড় বিক্রির প্রায় আট গুণ। এই বিপুল বিক্রির কেন্দ্রবিন্দু ছিল হায়দরাবাদ, যেখানে শত শত পার্টির জেরে চাহিদা আকাশছোঁয়া হয়ে ওঠে। এর পরেই রয়েছে রাঙ্গা রেড্ডি ও মেদচাল জেলা। গত বছর যেখানে একই সময়ে বিক্রির অঙ্ক ছিল প্রায় ৭০০ কোটি টাকা, সেখানে এ বছর সেই পরিসংখ্যান নজিরবিহীনভাবে বেড়েছে। শুধু ডিসেম্বর মাসেই তেলঙ্গানার আবগারি দফতরের আয় হয়েছে ৩,৫২৩ কোটি টাকা, যা ২০২৬ সালের শুরুতেই রাজ্যের রাজস্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। (ছবি: পেক্সেলস)
advertisement
3/7
উত্তরপ্রদেশ: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় স্থানে মদের বিক্রিতে তেলঙ্গানার পরেই জায়গা করে নিয়েছে উত্তরপ্রদেশ। নতুন বছরের উৎসব ঘিরে রাজ্যে প্রায় ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিপুল জনসংখ্যা এবং লখনউ, নয়ডার মতো শহরে ক্রমবর্ধমান আর্বান নাইটলাইফের জোরেই এই সাফল্য এসেছে। পরিসংখ্যান বলছে, উদ্যাপনের দিক থেকে উত্তরপ্রদেশও দেশের অন্য যে কোনও রাজ্যের থেকে পিছিয়ে নেই। (ছবি: পেক্সেলস)
advertisement
4/7
কর্ণাটক: বেঙ্গালুরুর উচ্ছ্বাসে রেকর্ড বিক্রি বেঙ্গালুরুর প্রাণবন্ত পাব ও ব্রিউয়ারি সংস্কৃতির হাত ধরে কর্ণাটকেও নতুন বছরের উৎসবে মদের বিক্রি পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। ২৮ ডিসেম্বর একদিনেই রাজ্যে মদের বিক্রি হয়েছে ৪০৯ কোটি টাকা। আর নববর্ষের রাতে বিক্রি হয়েছে প্রায় ৩০৮ কোটি টাকার মদ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। মোট হিসাবে ডিসেম্বর মাসে রাজ্যে খরচ হয়েছে ৪.৮৩ লক্ষ বাক্স ভারতীয় তৈরি মদ (IML) এবং ২.৯২ লক্ষ বাক্স বিয়ার। এর ফলে ডিসেম্বর মাসটি কর্ণাটক স্টেট বেভারেজেস কর্পোরেশনের জন্য বছরের অন্যতম লাভজনক মাসে পরিণত হয়েছে। (ছবি: পেক্সেলস)
advertisement
5/7
অন্ধ্রপ্রদেশ: উৎসবের আমেজে দ্বিগুণ বিক্রি নববর্ষের রাতে অন্ধ্রপ্রদেশে মদের বিক্রি পৌঁছেছে প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ১৪৭ কোটি টাকার তুলনায় প্রায় দ্বিগুণ। খুচরো দোকানগুলিকে মধ্যরাত পর্যন্ত এবং বারগুলিকে রাত ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তই এই বিক্রি বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে। শুধু বিশাখাপত্তনম শহর থেকেই এসেছে প্রায় ১১ কোটি টাকার বিক্রি। মদের দোকান, বার, হোটেল ও ক্লাব—সব ক্ষেত্রেই বিক্রি ছিল চোখে পড়ার মতো। (ছবি: পেক্সেলস)
advertisement
6/7
দিল্লি: উদ্যাপনের রাজধানী নতুন বছরের আনন্দে মেতে উঠেছিল দেশের রাজধানী দিল্লিও। নববর্ষ উপলক্ষে দিল্লিতে মদের বিক্রি হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। হোটেল, বার এবং একাধিক প্রাইভেট পার্টির জেরেই এই বিপুল পরিমাণে বিক্রি হয়েছে মদ। এর পাশাপাশি, নয়ডাতেও ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মিলিয়ে অতিরিক্ত ১৬ কোটি টাকার মদের বিক্রি হয়েছে। রাজধানীর কসমোপলিটান জনসমাজের উপস্থিতিতে ২০২৬ সালের আগমনে দিল্লিতে কার্যত অবাধে বইতে থাকে উদ্যাপনের স্রোত। (ছবি: পেক্সেলস)
advertisement
7/7
কেরল: নববর্ষের চেয়েও ক্রিসমাসে বেশি জমজমাট কেরালায় মদের বিক্রির শিখর দেখা গিয়েছিল নববর্ষে নয়, বরং বড়দিনের সময়ে। ২৪ ও ২৫ ডিসেম্বর—এই দু’দিনে রাজ্যে মদের বিক্রি হয়েছিল প্রায় ১৫২ কোটি টাকা, যেখানে নববর্ষের রাতে বিক্রি ছিল তুলনামূলকভাবে কম, প্রায় ১০৮ কোটি টাকা। তবুও এই অঙ্ক গত বছরের তুলনায় ১৩ কোটি টাকা বেশি। কেরালা স্টেট বেভারেজেস কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবর্ষে রাজ্যে মোট মদ ও বিয়ার বিক্রির পরিমাণ পৌঁছেছে ১৯,০৮৮ কোটি টাকা। এই পরিসংখ্যান কেরালায় মদ্যপানের ধারাবাহিক প্রবণতাকেই স্পষ্ট করে। (ছবি: পেক্সেলস)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Cheers To 2026: বর্ষবরণে রেকর্ড ভাঙা মদ বিক্রি হল কোন রাজ্যে? তালিকায় পশ্চিমবঙ্গের স্থান কত? জানুন