Cheating Women: পরকীয়ায় লিপ্ত মহিলারা কোন প্রাণী বেশি পোষেন জানেন? চমকে দেবে সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cheating Women: পরকীয়ায় জড়িত ১৪০০ নারীর মধ্যে এই সমীক্ষা করা হয়। এই মহিলাদের বয়স, পেশা বা অন্য কোনও আর্থ-সামাজিক তথ্য গোপনই রাখা হয়েছে। সমীক্ষায় জানতে চাওয়া হয়, যে মহিলারা পরকীয়া করছেন তাঁরা কোন প্রাণী পোষেন?
advertisement
1/15

পরকীয়া সম্পর্কে থাকলে কি মহিলাদের কোনও বিশেষ পোষ্যর প্রতি দুর্বল হন? একটি ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে পরকীয়া করা মহিলাদের মধ্যে এক বিশেষ পোষ্যের প্রতি টান থাকে সবথেকে বেশি। আর এই তথ্য নিয়েই জোর চাঞ্চল্য বিশ্বজুড়ে।
advertisement
2/15
বস্তুত পরকীয়া সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, সিনেমা-সাহিত্য থেকে বাস্তব— সর্বত্রই পরকীয়া নিয়ে আলোচনা তুঙ্গে। আজকের বৈচিত্রময় দ্রুততার জীবনে, সম্পর্কের সমীকরণ পাল্টাচ্ছে। আর সেইসঙ্গে বদলাচ্ছে পরকীয়া, বিবাহিত, সম্পর্ক, লিভ ইন সম্পর্কের মত ক্ষেত্রে নতুন নতুন সামাজিক ব্যাখ্যা।
advertisement
3/15
তবে নৈতিকতা নিয়ে বিতর্ক থাকলেও এই পরকীয়া যে অত্যন্ত বেশি চর্চিত একটি বিষয় সে নিয়ে কোনও সন্দেহ নেই কারোর। কিন্তু পরকীয়া ভাল না খারাপ সেই বিতর্ককে না ঢুকে নজর দেওয়া যাক মজার একটি সমীক্ষায়।
advertisement
4/15
একটি ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, পরকীয়ায় জড়িত মহিলাদের মধ্যে বিড়াল পোষার প্রবণতা সবথেকে বেশি।
advertisement
5/15
আমেরিকার একটি জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট সম্প্রতি পরকীয়ায় জড়িত ১৪০০ নারীর মধ্যে এই সমীক্ষা চালায়। এই মহিলাদের বয়স, পেশা বা অন্য কোনও আর্থ-সামাজিক তথ্য গোপনই রাখা হয়েছে। সমীক্ষায় জানতে চাওয়া হয়, যে মহিলারা পরকীয়া করছেন তাঁরা কোন প্রাণী পোষেন?
advertisement
6/15
সমীক্ষার ফল বলছে, পরকীয়াতে জড়িত নারীদের মধ্যে সবচেয়ে বেশিমাত্রায় দেখা যাচ্ছে বিড়াল পোষার প্রবণতা। সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের মধ্যে ২২ শতাংশ নারী বিড়াল পোষার কথা জানান। তবে শুধু বিড়াল নয়, বিড়াল ছাড়াও হরেক রকম প্রাণী পোষার আগ্রহ দেখা গিয়েছে অংশগ্রহণকারী 'পরকীয়ায় লিপ্ত' মহিলাদের মধ্যে। দেখে নিন মজাদার এই তালিকা।
advertisement
7/15
বিড়াল: তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে এই প্রাণীটি। ২২ শতাংশ পরকীয়ায় জড়িত মহিলার পোষ্য এই বিড়াল। এমনটাই উঠে এসেছে রিপোর্টে।
advertisement
8/15
মাছ: বিড়ালের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে মাছ। সমীক্ষায় দেখা গিয়েছে ১৯ শতাংশ মহিলার এক্ষেত্রে প্রথম পছন্দ মাছ।
advertisement
9/15
হ্যামস্টার: ১৭ শতাংশ পরকীয়ায় লিপ্ত মহিলার পছন্দের প্রাণী এটি। অনেকেই হ্যামস্টার পোষেন তাঁরা।
advertisement
10/15
গিনি পিগ: পরবর্তী পছন্দে আছে গিনিপিগ। ১৬ শতাংশ পরকীয়ায় জড়িত মহিলার পছন্দের
advertisement
11/15
টিকটিকি: শুনতে অবাক লাগলেও। এই প্রাণীটিকেও পোষেন এই বিশেষ সম্পর্কে জড়িত মহিলারা। ১৫ শতাংশ মহিলার পছন্দ টিকটিকি।
advertisement
12/15
এছাড়াও এই তালিকায় আছে কচ্ছপ, ১৪ শতাংশ মহিলার পছন্দ। পাখি: ১৩ শতাংশ মহিলার পছন্দ, কুকুর: ১২ শতাংশ মহিলার পছন্দ। সাপ, পরকীয়ায় জড়িত ৫ শতাংশ নারীর প্রথম পছন্দ।
advertisement
13/15
এরপরে রয়েছে খরগোশ। এই ধরণের সম্পর্কে থাকা ২ শতাংশ নারীর পছন্দের প্রাণী এটি। অনেকেই এটি পোষেন ।
advertisement
14/15
তবে এই ধরনের সমীক্ষার আদৌ কোনও বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যায়। নিউজ ১৮ বাংলা এই সমীক্ষার রিপোর্টকে মেনে চলে না বা মেনে চলার পরামর্শ দেয় না। কাজেই একে বৈজ্ঞানিক গবেষণা না ভেবে নিছক মজাদার একটি তথ্য হিসেবে দেখাই যুক্তিযুক্ত।
advertisement
15/15
নিউজ ১৮ বাংলা এই সমীক্ষার রিপোর্টকে মেনে চলে না বা মেনে চলার পরামর্শ দেয় না। কাজেই একে বৈজ্ঞানিক গবেষণা না ভেবে নিছক মজাদার একটি তথ্য হিসেবে দেখাই যুক্তিযুক্ত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Cheating Women: পরকীয়ায় লিপ্ত মহিলারা কোন প্রাণী বেশি পোষেন জানেন? চমকে দেবে সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য!