প্রতি শুক্রবার এই সহজ মন্ত্রটি জপ করে নিন, জীবনে উন্নতি হবে তরতরিয়ে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• আপনার কুষ্ঠিতে যদি শুক্রর অবস্থান অনুকূল হয়, তাহলে যেমন আপনার জীবনে সুখ-শান্তি-ভালবাসা অফুরন্ত হবে, তেমনই সুখের হবে কর্মজীবন ৷ তাই শুক্র দেবতাকে প্রসন্ন রাখতে প্রতি শুক্রবার এই মন্ত্রটি অবশ্যই জপ করুন---
advertisement
2/7
• "ওম ক্লিম শুক্রায় নমহ" এবং "ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নমহ"। এমনটা বিশ্বাস করা হয় যে এই দু’টি মন্ত্র প্রতি শুক্রবার পাঠ করা শুরু করলে শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে জীবনের নানাদিকই সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে ৷
advertisement
3/7
• এই দু’টি মন্ত্র পাঠ করলে রোগ ব্যধি দূরে যায় ৷ দূর্ঘটনা ঘটনার যোগ থাকলেও তা দূর্বল হয়ে যায় ৷ ফলে আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো ৷
advertisement
4/7
• আপনি কি কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত? তাহলে বন্ধু নিয়মিত এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না যেন! কারণ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কারও জন্ম কুষ্টিতে শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠলে ক্রিয়েটিভ কাজে একের পর এক সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে।
advertisement
5/7
• এই মন্ত্র জপ করলে শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে ৷ হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসে ৷
advertisement
6/7
• ব্যবসার কাজে সফলতা পেতে গেলে এই মন্ত্র জপ করতে পারেন ৷ কারণ জন্ম কুষ্টিতে এই বিশেষ গ্রহটির অবস্থান বিগড়ে গেলে ব্যবসায় মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে। অন্যদিকে যদি শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে, তাহলে চরম সফলতা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়।
advertisement
7/7
• এই মন্ত্রের গুণে মনের মতো জীবনসঙ্গী মেলে ৷