TRENDING:

Guru Purnima 2020: আজ একই দিনে চন্দ্রগ্রহণ ও গুরুপূর্ণিমা, জেনে নিন কী করবেন, কী করবেন না !

Last Updated:
একদিকে আজ চন্দ্রগ্রহণ ও আরেকদিকে আজ গুরুপূর্ণিমা ৷ শাস্ত্রমতে, এই দিনটি খুবই শুভ ৷
advertisement
1/5
আজ একই দিনে চন্দ্রগ্রহণ ও গুরুপূর্ণিমা, জেনে নিন কী করবেন, কী করবেন না
একদিকে আজ চন্দ্রগ্রহণ ও আরেকদিকে আজ গুরুপূর্ণিমা ৷ শাস্ত্রমতে, এই দিনটি খুবই শুভ ৷ এরকম নাকি খুব কম দিন আসে বছরে ৷ তাই এদিনটির শুরুই হোক সুন্দর করে ৷
advertisement
2/5
জ্যোতিষবিদরা বলছেন, আজকের দিনটিতে শুভ ফল পাওয়ার জন্য অবশ্যই সকাল থেকেই গুরুর নাম নিতে শুরু করুন ৷ গুরুর নাম নিয়েই শুরু হোক দিনটি ৷ সঙ্গে সকাল সকালই স্নান করে ৷ পরিষ্কার পোশাক পরে গুরুর পায়ে হলুদ রঙে ফুল নিবেদন করুন ৷ এতে বাধা বিপত্তি কাটবে ৷
advertisement
3/5
পণ্ডিতরা বলছেন, আজকে যেহেতু গ্রহণ ও গুরু পূর্ণিমা একই দিনে ৷ তাই আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারেই আজকের দিনটি আপনার খাওয়া সেরে ফেলুন ৷ প্রয়োজন খিচুড়ি খেতে পারেন৷
advertisement
4/5
আজ দীক্ষা নেওয়ার জন্য খুব শুভ দিন ৷ পণ্ডিতেরা বলছেন, যেহেতু আজকের এই গ্রহণ, উপচ্ছায়া গ্রহণ ৷ সেহেতু এদিন দীক্ষা নেওয়া যেতে পারে ৷
advertisement
5/5
আজকের দিনটাকে দান-জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে ভরিয়ে তুলুন ৷ দুঃস্থকে সাহায্য করুন ৷ কেউ যদি আপনার কোনও কাজে সাহায্য চায়, এগিয়ে যান ৷ শুধু তাই নয়, গোটা দিনটিকে কাজে লাগান জ্ঞান অর্জনে ৷ বই পড়ুন, শাস্ত্র চর্চা করুন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Guru Purnima 2020: আজ একই দিনে চন্দ্রগ্রহণ ও গুরুপূর্ণিমা, জেনে নিন কী করবেন, কী করবেন না !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল